আমাদের কথা খুঁজে নিন

   

হিরো থেকে জিরো



সবাই বলতো : 'বারবুসার পা মূলত রাবারের তৈরি'। বল ধরতে যে কোনো অ্যাঙ্গেলে ডাইভ দিতে পারতেন এ ব্রাজিলিয়ান গোলকীপার। ক্যারিয়ারে কোনোদিন কাউকে চার্জ করেননি। অগনিত বল সেইভ করেছেন। ধরা খেলেন 1950 বিশ্বকাপের ফাইনালে।

মারকানা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। আরেকটি গোল দিলে ব্রাজিল শিরোপা নিশ্চিত করতে পারে। উরুগুয়ের স্ট্রাইকার ঘিগিজা হঠাৎ রাইট অ্যাঙ্গেল থেকে বলে শট নিলেন। বারবুসা সামনে এগিয়ে এসে বলে পাঞ্চ করলেন। বলের সাথে পাঞ্চের সংযোগও হলো।

কিন্তু বলটি ঠিকই জাল ছুঁয়ে দিল। ওই গোলেই উরুগুয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতলো। ব্রাজিলিয়ানরা আজও বারবুসাকে ক্ষমা করতে পারেনি। 1994 বিশ্বকাপের আগে বারবুসা জাতীয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রশিক্ষণ শিবিরে ঢোকার অনুমতি চাইলেন। অনুমতি পেলেন না।

ব্যথিত বারবুসা বলেন :'30 বছর বয়সে অন্যায় করেনি, এমন ব্রাজিলিয়ান পাওয়া ভার। আর আমি অপরাধ না করেও 40 বছর ধরে শাস্তি পাচ্ছি'। সম্প্রতি রোনালদিনহো বারবুসাকে মাফ করে দেয়ার জন্য আকুল আহবান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।