আমাদের কথা খুঁজে নিন

   

হাসিন ভাইকে অভিনন্দন!

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়

তিনি হাসিন হায়দার। যাকে আমরা কম্পিউটারের বস ভাবি। যিনি পিএইচপি গুরু নামেও খ্যাত। যাকে নিয়ে গর্ব করাটা খুবই স্বাভাবিক। এক সন্তানের গর্বিত পিতা (যদিও বাবা হয়ে মিষ্টি খাওয়ান নাই!)।

আমাদের হাসিন ভাই, সামহোয়্যারইন গ্রুপের কান্ডারি। ইন্টারনেটে বাংলা ব্লগের পুরোধা। নিশ্চয়ই ভাবছেন, আজ সাদাতের কি হল? হাসিনকে কেন এত তেল মারছে? না ভাই তেল দিচ্ছি না। মন থেকেই প্রশংসা করছি। আজ সকালেই খবরটা পেলাম।

তখন আমি ক্লাসে। ক্লাসটেস্ট দিচ্ছিলাম। হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। জানলাম, হাসিন হায়দার সম্প্রতি বাংলাদেশের প্রথম জেন্ড সার্টিফাইড প্রকৌশলী হয়েছেন। এখন আপনারাই বলুন এমন একজন মানুষের প্রশংসা না করাটা কি অভদ্রতা না? পরিশেষে, অভিনন্দন হাসিন ভাই!



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।