আমাদের কথা খুঁজে নিন

   

পেডাপেডীর পর গাড়ির ভূত

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility হুম, বাংলাদেশে আসলেই একটা গাড়ির অনেক প্রয়োজন কারণ নড়াচড়া করতে পারি না সুবিধা মত । পাবলিক ট্রান্সপোর্ট তথৈবচ অবস্থা । যেখানে সরকারী ভাবে হার্ডকোর বেকআপ দেওয়ার কথা সেখানে তারা আজাইরা ওভার ব্রীজ , ফ্লাই ওভার বানিয়ে রাখছে । না আছে শহরের মধ্যে ভাল ট্রেন বা ট্রাম বা বাস সার্ভিস । একট গন্তব্যে পৌছতে যদি সারাটা দিন লাগে মেজাজটা চরমে উঠে ।

ঠিকাছে বাস পেলাম গাদাগাদি করে উঠলাম কিন্তু গাদাগাদি দূরের কথা উঠতেই পারলাম না ! আর সাথে মহিলা কেউ থাকলে ! ঠিকাছে বাদ দিলাম । নেই ট্যাক্সি বা সি এন জি.. কিন্তু তারা আমার গন্তব্যে যাবে না ! ঠিকাছে বুঝলাম কি দরকার তাদের .. টাকা ! কারন যেখানে যাবে জ্যামই থাকে বেশীক্ষন তাই ক্ষ্যাপ দেওয়া হবে না । ট্রিপ যদি না দিতে পারে মহাজনের টাকা উঠবে না । কিন্তু আমি দু:খিত আমি প্রতিদিন বা প্রায়ই ১০০ + ১০০ + ১০+ ১০ রিক্সা ও সি এন জি ভাড়া দিয়ে চলতে পারব না । আর দেশে যখন আসি শুধু ঘুরা তখন প্রিয় মুখের সাথে দেখাও করতে হবে, মানে আত্নীয়দের বুঝাচ্ছি ।

তাই ১০-১৫ হাজার যদি চলাফেরাতেই খরচ যায় ! তাহলে কেমনে সম্ভব ? আমার বাবা আমার জন্য কোন প্রকার সোনার খনি রাখে নাই বা আরবের তেলের খনি ! সুতরাং নিজেরটা নিজেই দেখতে হয়, আর কোথাও গেলে বাসার সবাইকেই নিয়ে যেতে হয়, ১৫-২০ হাজার কমই বলেছি । যাই হোক । অভিজ্ঞতা থেকে বলছি, আবার বলবেন না কম্পুর সামনে বসে ডায়লগ দিচ্ছি । আমি যদিও পাবলিক ট্রান্সপোর্টকে প্রিফার করি কিন্তু আমার বৃদ্ধ মা বাবাকে হাসপাতালে চেক আপ সহ , ভাগ্নেদের স্কুল সহ আমার ছুটি কালীন সময়ে ঘুরাফেরা করার জন্য একটা দরকার । প্রথমে চিন্তা করেছিলাম বাইক টাইক নিব ।

কিন্তু দেখলাম যদি ভাতিজার হাতে যায় তাহলে....... বাইক যে রবে না, আপন রূপে তাই গাড়ি নিব নিব চিন্তা করছি । পোরীয়পে হেহেহেহে মানে হল ইউরোর দেশ গুলিতে হয়ত সস্তা কিংবা আম্রিকাতে আরও সস্তা কিন্তু বিডিতে গলা কাটা দাম তাই শুনি ... গাড়ির প্রতি আমার তেমন জ্ঞান নাই আর পছন্দও না । কিন্তু নিতে হবে হয়ত । গাড়ি চালানো শিখেছিলাম ভুলে গিয়েছি । বাচ্চা বয়সেই শিখেছিলাম তাই মনে নাই ।

যাই হোক । ড্রাইভিং লাইসেন্স থাকলে ভাল কাজে দেয় অনেক যদিও । এখন আমি গাড়ি কিনার ক্ষেত্রে কি কি অগ্রাধিকার দিব বুঝতে পারছি না ? না কোন ওয়েব সাইট পাচ্ছি । যদিও এখন সাথে সাথেই কিনব না ২-৩ মাস বা ৬ মাস বা ১ বছর একটু দেখে শুনে নিব । ধরা খাইতে চাহি না ।

যাও পাচ্ছি তাও কেমন জানি লাগল । আমি জানতাম গাড়ির দাম বেড়ে গিয়েছে কিন্তু সাইটে তো সস্তাই দেখায় ! http://bikroy.com/cars-in-dhaka?sort=created কোন বিড়ম্বনায় পড়তে হয় কে জানে । আপাতত বাজেট ২-৩ এর মধ্যে । ৫ও হতে পারে । মানে চাইলে আমি ইনক্রীস করতে পারি ।

শুধু জমাতেই সময় যা লাগবে কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফীল হলে বাজেট বাড়ানোর দরকার দেখছি না । আপাতত একটা কিনি এরপর না হয় বিয়ে শাদীর সময় আরেকটা পোর্ট থেকেই নিয়ে আসব তবে সেটার টার্গেট পরে...২০ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড কিনতে পারি । সেটা ফিউচার ফ্যামিলি প‌্যাক এর মধ্যে ততদিনে চুল টুল পেকে পরেও যেতে পারে । ফরজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.