আমাদের কথা খুঁজে নিন

   

চান্দের গাড়ি

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ব্লগার আপন তারিক পুছিয়াছেন আমার প্রোফাইলে এই লককর ঝককর মর্াকা গাড়িটি কি? এটির নাম চান্দের গাড়ি। বান্দরবন থেকে ক্ষৈক্ষং ছড়ি যাওয়ার একমাত্র বাহন। মৃতপ্রায় এই গাড়িটি কোম্পানী বানাইয়াছিল জিপ হিসেবে। আট জনের বাহন। কালের আর্বতে এবং জনসংখ্যার চাপের মুখে নতি স্বীকার করে এটি হয়ে গেছে চৌদ্দ জনের বাহন।

ওই রুটে একক আধিপত্যের কল্যাণে এটি প্রায় ত্রিশের্াধ যাত্রী নিয়া এখন চলাচল করে। এরকম প্রায় 8-12 টি গাড়ি নিয়ে রুট। অবিশ্বাস্য ভাবে একই মায়ের পেটের যমজ সন্তানের মত , এর সব একই কোয়ালিটির। কেউ কারো চেয়ে একটুও বেশী ভাল না । হিমুর ভ্রমন কাহিনী পড়িলে এটা নিয়ে আর কিছু বিস্তারিত পাইতে পারেন।

এইটা নিয়া আরো একটা ছোট গল্প মনে নাচানাচি করিতেছে , মুদ্্রাগুলি রপ্ত করিলেই রঙ্গমঞ্চে নামাইয়া দিব। ======================================= পহেলা জুন, 2006 রাত 11:49 কলাম্বিয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।