আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজায় গণহত্যায় মা-বাবা হারানো সাত মাসের এতিম রিহানের জন্য আমরা বাড়ি বানাবো,তার আগে রিহানের আকিকা,আমি রিহানের প্রেমে পড়েছি,আপনি? .

নিখাদ ভালোবাসা না, তাঁর ফিরে আসাও না, শুধু তাঁর মুখে ‘তুমি’ বলে সম্বোধনটাই পাবার জন্য ইস! কি পাগলামি না করেছি আগে, কত রাত কেঁদে কেঁদে নির্ঘুম কাটিয়েছি, অথচ সেই আমিই আজ তাঁকেই ‘পতিতা’ বলে গালি দিই, ‘ব্লাডি বাস্টার্ড’ বলতেও পাষাণ বুক আমার একটুও কাপে না। এটি আমার ভয়ংকর প্রতিশোধের আগাম বার্তা, নাকি অন্য রকম ভালোবাসার অন্য রকম প্রকাশ? সময়ই ভালো বলে দিবে, কারন ইতিহাস বিচার করতে ভুল করে না ( কবিতা না,এই ফাউ প্যাঁচালের শানেনযুলঃ মহাশোঁকের ১৫ই আগস্টে আমরা কেউ কেউ ঘটা করে মিথ্যে জন্মদিনের বিকৃত উৎসবও পালন করি। আবার কেউ কেউ তাঁর প্রিয়তমার সত্যিকারের জন্মদিন হওয়ার পরেও ভদ্র সমাজে জাতে উঠতে ‘ককটেল’ পার্টি দেয় না। বরং কেউ কেউ পাগলের মতো শুধু কাঁদে আর কাঁদে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন শহীদ হন (যদিও অনেকেই বলেন তাঁর নিজের বিরুদ্ধেই কমরেড মুজিবকে সপরিবারে হত্যাসহ আরও অনেক খুনের অভিযোগ আছে) ,ঠিক সেইদিনই জন্মে আমার হারানো প্রথম প্রেম পাষাণী লতা।

আমি তখন ক্লাস টেইনে,ওঁ তখন ক্লাস ফাইভে। আমরা দুজনেই মাত্র তখন প্রেম জিনিসটা কেবল বুঝতে শিখেছিলাম। তাই হারানো সেই প্রথম কাজল কালো এক পাষাণী লতার দুঃখ ভুলে থাকার জন্য এক ফকিরি শুটিং করতে গিয়েছিলাম সাভারের জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার সিনেমার নায়ক হচ্ছে কুখ্যাত রানা প্লাজায় গণহত্যার রেখে যাওয়া নিস্পাপ ফসল,গরিব গার্মেন্টস শ্রমিক মা-বাবা দুইজনকেই হারানো মাত্র সাত মাসের এতিম ছেলে রিহান। আমজনতার কল্যাণে এই রিহান এখনই দুই লক্ষ নগদ টাকার মালিক।

মানে আমার চেয়েও বড়লোক। তার সাথে প্রতিমাসে নগদ আট হাজার টাকা বেতনে সে নিয়মিত মডেলিং করার চুক্তি করেছে আমাদের আমজনতার সাথে। আপনারা কেউ চাইলে লুটেরা মিডিয়ার লুটেরা চোখ এড়ানো কিন্তু আগামি দিনের এই বাস্তব নায়কের সাথে আমার মত প্রেম-প্রেম খেলা খেলতে করতে পারেন কম খরচেই। চার্জ ঘণ্টা প্রতি মাত্র ....................................../-টাকা না ,আমেরিকান ডলার। আপনি রাজি? নেতা-পাতি নেতাদের চিরদিনের জন্য বাকির সিস্টেম কিংবা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনে ফাউ খাওয়ার মতো এখানে কোন লাইন নেই রে ভাই।

কারন রিহানের জন্য আমরা আমজনতারা এবার একটা স্বপ্নের মতো সুন্দর বাড়ি বানাবো। এতিম রিহানের বাড়ি বানানোর আগে তাঁর প্রয়াত মা রেহেনার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার জন্যই কেউ আছেন দুটি বড় ছাগল কিনে দিবেন রিহানের আকিকার সময়? আমার বন্ধু তালিকার আছেন এতটুকু কলিজাওয়ালা কোন বন্ধু-বান্ধবী,বড় ভাই,ছোট ভাই,বড় বোন, ছোট বোন,কিংবা সামরিক-বেসামরিক, সরকারি-বেসরকারি ভাইয়েরা -ভাবীরা? থাকলে আওয়াজ দিয়েন। কেউ একার পক্ষে দুইটি না কিনে দিতে পারলেও,লজ্জার কিছু নেই। আপনারা আমাদের আমজনতার সাথে শরীক হতে পারেন। মনে রাখবেন,এটিই কিন্তু এতিম রিহানের জন্য আমজনতার একমাত্র চলমান তহবিল সংগ্রহ কর্মসূচী।

কারন রিহানের জন্য আমজনতার টার্গেটের দুইলক্ষ টাকা এবং প্রতিমাসে রিহানের ভরণপোষণের জন্য তাঁর গরিব এবং বয়স্ক নানা-নানিকে আট হাজার টাকা দেয়ার মতো ২৯ জন লোক ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। তাই এখন রানা প্লাজার গণহত্যার ফসল ছবির এই এতিম রিহানের জন্যই একটা সুন্দর বাড়ি এবং ‘অতি গুণবতি’ বৌ লাগবে। তাঁর আগে রিহানের মায়ের ইচ্ছে অনুসারে রিহানের আকিকা। লাগবে কমপক্ষে দুইটি খাসি। আপনাদের সবাইকে রিহানের আকিকায় রিহানের জন্য দামি-কমদামি উপহারসহ দাওয়াত।

আকিকার প্রাথমিক সময় হিসাবে চিন্তা করা হচ্ছে আগামী জুন মাসের শেষ দিকে। তাই আর আগে যদি আলাদিনের চেরাগ পেয়ে রিহানের জন্য সাভারের আশেপাশে মাত্র চার কাঠার একটা জমি কিনে দিতে পারতাম! কেউ কি নেই মাত্র কয় লক্ষ টাকা দিয়ে রিহানের জন্য একটা ছোট জমি কিনে দিবেন,তারপর নিজেই হয়ে যাবেন এক অনন্য ইতিহাস স্রষ্টা। আমার টাকা থাকলে অবশ্য আপনাদের কাউকে চান্সই দিতাম না। নিজেই লুফে নিতাম এই চান্স। তাই দেরি না করে সুযোগ থাকতে এমন মহান কেউ আছেন রিহানের নিস্পাপ প্রেমকে লুফে নেয়ার? আপনাদের জন্য মাত্র কয়টি টাকার ব্যাপার।

চারদিকে দেখি কত টাকার মালিক। আপনারাও কেউ কেউ নাকি যন্ত্র দিয়ে টাকা গুনেন ইদানিং। তবে যদি কোনদিন আপনাদের কাছ থেকে রিহানের জন্য কিছু সম্পদ লুটে নিই,কেউ আমাকে হাজার বার লুটেরা বলে গালি দিয়েন,এমনকি দরকার হলে আমাকে চারশিকের ভিতরেই দিয়েন। আমার একটু কষ্টও লাগবে না। কারন আমি কষ্টকে তালাক দিয়েছি গতকাল থেকেই।

দেখা যাক আমার তালাক দেয়া মিস কষ্ট বিবিকে ভুলতে কোন আনন্দ দেবীর কাছে চলে যেতে পারি কি না! হ্যালো রিহানঃ ০১৭১৩১৭১৩৮৫, ০১৮১৬৩২০৭৩২ ,০১৬৮২৪৪০৫০০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.