আমাদের কথা খুঁজে নিন

   

হাসি'র এপিঠ ওপিঠ

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

1 হাসতে যদি পার অমন হাসো তুমি প্রাণটা খুলে, হাসি দেখেই দুঃখ মনের হাসতে হাসতে যাই ভুলে। তোমার মত হাসতে বলো কজন পারে অমন করে, হাসি তোমার মুক্তো হয়ে মাটিতে যেন লুটিয়ে পড়ে। মুচকি হাসি মিষ্টি হাসি মন বাহারি কত হাসি, খিলখিলিয়ে হাস যখন মনটা ভরে ওঠে তখন। 2 হতভাগা দেশটি আমার বাঁধ ভাঙ্গা নেই হাসির জোয়ার, দুঃখ বেচে কিনবে হাসি এমন সাধ্য আছেই বা কার। ক্ষুধা পেটে লাখ পরিবার পায়না খুঁজে হাসি তারা চোখে শুধুই দেখে আঁধার, নাম জুটে যায় সর্বহারা। হাসি তোমার দাও বিলিয়ে হাসুক সবাই দুঃখ ভুলে, আসবে সুদিন সবার ঘরে জানালাগুলো রাখুক খুলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।