আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে অরিন্দম কহিল বিষাদে!

i`m what i`m. সাসেপেন্স শেষ! নাটক শেষ! দফায় দফায় বৈঠক শেষ! রেশ থেকে যাওয়া পাকিস্তানী ক্রিকেটারদের বিপিএলের দ্বিতীয় আসরে অংশ না নেয়ার মূহুর্তগুলো চোখের সামনে ভাসা ছাড়া, পাকিস্তান শব্দটাই এখন বড় পরিত্যাজ্য মিরপুর থেকে। সাহসী না অতি বোকার মত কাজ করলো বিসিবি, তার উত্তর দেবে সময়। কিন্তু খানিকটা রং ইতোমধ্যে হারিয়ে ফেলা দ্বিতীয় বিপিএলের সফলতা নির্ভর করছে দর্শকদের উপরেই। কিন্তু টিকেটের যে দাম ও দুষ্পাপ‌্যতা তাতে করে দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসরে দল বেঁধে সমর্থন দিতে যাওয়া সমর্থকদের ছবিটা ভাবতে কষ্টই লাগছে। দেখা যাক এই সংকট তথা পিসিবির ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ বিসিবি ও বিপিএল গভার্নিং কাউন্সিল কিভাবে সামলায়। পাকিস্তান কি ভাবছে সেটা জানতে লগইন করতে পারেন এখানে http://www.asifkhanonline.blogspot.com/. খন্ডিত একটা অংশ যদিও। কিন্তু মনে ধরবে নিশ্চিত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।