আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েড গেম [পর্ব ৫]: GTA: Vice City চরম গেম, অ্যান্ড্রয়েডের জন্য, সাইজ অনেক বড় তাই যারা এমবি নিয়ে ভাবেন তাদের জন্য না।

বাপরে বাপ! সময় যে কোন দিক দিয়া যায় বুঝতেই পারি না, আর নাকি ১ বছর পর Graduate হয়ে যাবো তাই Result নিয়ে টেনসনে আছি আপনাদের টেনসনের কোন কারন নাই বসে বসে গেম খেলুন। কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা বড় গেম শেয়ার করবো, খুজে পাচ্ছিলাম না, যখন পেলাম ভালোটাই পেলাম। শিরোনাম দেখে তো মনে হয় বুঝতে পেরেছেন আজকে কোনটা দেবো।
গেমের রিভিউ এবং ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম।

Grand Theft Auto: Vice City নাম শুনে নাই বা খেলে নাই এমন লোক কমই আছে।

ছেলে থেকে বুড়ো সবাই Vice City পছন্দ করে। এতোদিন পিসিতে খেলতেন এখন অ্যান্ড্রয়েড  স্মার্টফোনে খেলার পালা। এই গেমটা নিয়ে টেকটিউন্সে আগে একটা পোস্ট করা হয়েছিল, তবে সেটা ছিল শুধু রিভিউ আমি আপনাদেরকে Data ফাইল সহ APK দেবো।

এই গেম সম্পর্কে বেশি কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। এতো জনপ্রিয় যে সবাই চেনে যারা না চেনেন তাদের জন্য বলছি, টেকটিউন্সে এই গেম নিয়ে আগে আনেক পোস্ট হয়েছে একটু খুজে নিন।

আজকে আমার কাজ শুধু আপনাদেরকে ডাউনলোড করতে সাহায্য করবো।

গেমটি খেলতে ৫১২ এমবি Ram দরকার বেশি হইলে পাঙ্কা আর কম হইলেও চলবে তবে একটু স্লো হবে।
এবার আসুন সবচেয়ে কঠিন কাজে, এই গেমটির সাইজ হচ্ছে ৮৯২ এমবি Extract করলে হবে ১.৩৮ GB যারা শুনে ভয় পাইছেন তারা ভাগেন যাদের সাহস আছে ডাউনলোড শুরু করে দেন।
ভাইয়েরা আমিও অনেক কষ্ট করে আপলোড করেছি, তাই ভাববেন না আপনারা একা কষ্ট করেছেন
ডাউনলোডঃ
Data File Google Drive Download Link
APK File Downoad
Torrent Download (দুঃখিত নিজের লিঙ্ক দিতে পারলাম না)
ইন্সটলের নিয়মঃ
ডাউনলোড করা শেষ হইলে ইন্সটল করতে বসুন।
১) প্রথমে "com.rockstargames.gtavc.7z" ফাইলটি Winrar/7Zip দিয়ে Extract করুন।


২) Extract করার পর com.rockstargames.gtavc ফোল্ডারটি আপনার মোবাইলের Android/Obb ফোল্ডারে কপি করুন (Obb ফোল্ডার না থাকলে বানিয়ে নিন)
৩) এবার APK ফাইলটি ইন্সটল দিয়ে রান করুন।
৪) Njoy!!
শেষ, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আরেকটা টিউন করার আগে না মরি
বরাবরের মতই, ভুল হলে আমাকে বকা দিতে /কোন সমস্যা থাকলে, মন্তব্য করুন অথবা আমার ফেসবুকে যোগাযোগ করুন।
ফেসবুকে আমি

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.