আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েড গেম [পর্ব ১৪]: EPOCH আমার মতে ২০১৩ সালের সেরা অ্যান্ড্রয়েড HD গেম।

দেশের যে অবস্তা তাতে ঘরে বসে থাকা ছাড়া উপায় নেই। ব্যাচেলর মানুষ ঘরে বসে কি করারই বা আছে তাই না? যারা ব্যাচেলর না তাদের জন্য অন্য কথা, আমাদের তো গেম খেলে না হয় মুভি দেখেই দিন কাঠাতে হবে। শুনছি আমাদেরকে নাকি ঢাকায় থাকতে দেবে না (হায়রে কপাল ) যাক হুদাই প্যাঁচাল পাইরা লাভ নাই, কাজের কথায় আসি। আমি ২০১৩ সালে যে কয়টা গেম খেলেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই গেমটি। মানুষের ভিন্ন ভিন্ন টেস্ট থাকতে পারে তবে আমার মনে হয় এই গেমটি সবার কাছেই ভালো লাগবে।



এটি একটি ০.৮৮ ডলারের অ্যাকশান গেম। গেমের হিরো এবং ভিলেন সব রোবট। সবচেয়ে মজার বিষয় হল গেমটি খেলা অনেক সহজ চোখ কান একটু খোলা রাখলেই হয়। শত্রুর গুলি থেকে বাচতে হলে আপনাকে আড়াল হতে হবে অথবা জায়গা পরিবর্তন করতে হবে তার চেয়েও ভালো জিনিশটি হল আপনি শুধু শত্রুর গায়ে টাচ করে টারগেট করে দেবেন, ফায়ার অটো হবে।

স্টানিং গ্রাফিক্স আর অসাধারন সাউন্ড।

সবার মুলে হল গেমটি খেলে মজা পাওয়া যাবে। বিভিন্ন ধরনের অস্র আছে গ্রেনেড, মিসাইল সহ আর অনেক কিছু। প্রত্যেকটা মিশন শেষ হলে নির্দিষ্ট পরিমান টাকা পাবেন যা দিয়ে নতুন অস্র এবং অনেক কিছু কিনতে পারবেন। একটা বেতিক্রম হল, এখানে আপনি অস্র বা অন্যান্য জিনিষ বিক্রিও করতে পারবেন।

অনেক ভালো কথা বললাম এবার একটু খারাপ কথা বলি।

প্রথম কথা যেটা শুনলে সবার মুখ শুকিয়ে যায় সেটা হল, গেমটির সাইজ মাত্র ৪৯৫ এমবি । কেউ কেউ আছে ২ জিবি হইলেও কোন কথা বলতো না। কিন্তু আমি জানি বেশিরভাগ লোক ফ্রী ইন্টারনেট ব্যাবহার করেন যার স্পীড কচ্ছপের মতো, ডাউনলোড করতে অনেক সময় লেগে যাবে, কষ্ট করে ডাউনলোড করুন মজা পাবেন।

৫১২ এমবি রাম হলেই চলবে আর অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩ বা তার বেশি লাগবে।
সাইজ একটু বড় তাই ২-৩ জায়গায় আপলোড করতে পারলাম না, দুঃখিত।


UppIT APK ডাউনলোড
UppIT ডাটা ডাউনলোড
প্রথমে com.uppercut_games.epoch নামের ZIP ফাইলটি Extract করে একই নামে একটি ফোল্ডার পাবেন। ফোল্ডারটি SD Card/Android/obb তে কপি করবেন। এবার APK ইন্সটল করে গেম রান করুন।
গেম খেলে মজা পাইলে ভালো আর না পাইলে কি করবেন? আজকে আর বললাম না ঘারাইলে তো ঘারাইবেনি
ফেসবুকে আমি।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.