আমাদের কথা খুঁজে নিন

   

সরল চিন্তা



প্রজ্ঞাহীন মস্তিষ্ক আমার নিঃসরন নিয়রন সেলে হাজারো রং এর খেলা আধার আর আলোর খেলা বুঝি বুঝিনা তোমার রঙ্গের খেলা কি খেলা খেল তুমি বসে নিরালে কি ভাব দিয়েছ হৃদয়ে যুগলে আমি তোমাকে খুঁজি তোমাকে পাব বলে সপ্তষি গুনে রাখি কৃষ্ণ কলি রাতে তুমি আছ কোথায় আছ জানি না বেশী বটে জানি শুধু তুমি স্রষ্টা সৃষ্টি আমি এই ধুলির তটে। সাগর মহাসাগর দেখে মনে হয় এও তোমার সৃজন যে সৃজিলে বিশাল মহালয় তরু, বৃক্ষ তনয় মাটি, বাতাস, আগুন পাহাড় এগুলোর কোনটাতে না দেখি তোমার সৃষ্টির বাহার তুমি সবার উপরে ,একক,অদ্বিতীয় তুমি রব আমার জীবন তোমার হস্তে মরন ও তোমার হস্তে আমার কি সাদ্য বুঝিতে তোমার খেলা বেকুব নাদান আমি জ্ঞানের বড়াই করি আমি নিজে কি জানি কে আমি কোথা হতে এলাম আবার কোথায় যাব চলে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।