আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকশ্রমিক অসন্তোষ

রাজধানীর বনানী ও নাবিস্কো, গাজীপুর, সাভার ও টঙ্গীতে আজ সোমবার সকাল থেকে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।

বনানী: প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বনানীর চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন সড়কে আজ বেলা সাড়ে ১১টার দিকে পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কাকলীর দিকে যাওয়ার চেষ্টা করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) খন্দকার লুত্ফুল কবীর প্রথম আলো ডটকমকে জানান, অনন্যা গার্মেন্টস নামের একটি কারাখানার শ্রমিকেরা রাস্তায় নেমেছেন।

সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ।

নাবিস্কো: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় আজ সকাল ১০টার দিকে বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এর ফলে গুলশান-তেজগাঁও লিংক রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

পরে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল শুরু হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।