আমাদের কথা খুঁজে নিন

   

লিংকডইনের বিরুদ্ধে গ্রাহকদের মামলা

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দি ভার্জ জানিয়েছে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্যান জোস ফেডারাল আদালতে মামলাটি করেছেন গ্রাহকরা।
অভিযোগ করা হয়েছে, গ্রাহকদের অনুমতি ছাড়াই তাদের ইমেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব ইমেইল অ্যাড্রেস ডাউনলোড করেছে তারা।
গ্রাহকের যোগাযোগের তালিকা থেকে একবার ইমেইল অ্যাড্রেসগুলো নেওয়ার পর একটি ইমেইল পাঠানো হয় তাদের। ব্যবহারকারীর নাম ও ছবি ব্যবহার করা হয় এই ইমেইল পাঠাতে। ব্যবহারকারীর অজান্তেই এই কাজটি করেছে প্রতিষ্ঠানটি।
কীভাবে লিংকডইন অবৈধভাবে ইমেইল অ্যাকাউন্টগুলো হ্যাক করেছে, তা এখনও পরিষ্কার নয়।
তবে গ্রাহকদের এসব অভিযোগ অস্বীকার করছে লিংকডইন। প্রতিষ্ঠানটি অলথিংডির কাছে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, “মামলাটি ভিত্তিহীন আর আমরা এর বিরুদ্ধে সবলে লড়াই করব।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।