আমাদের কথা খুঁজে নিন

   

অনলে মন পোড়া অনন্ত প্রেম

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সম্ভবত ১৯৭৭ সাল হবে সেটা। সে বছরের ১৮ মার্চ শুক্রবার মুক্তি পায় নায়ক রাজ্জাক এর পরিচালনার রাজলক্ষী প্রোডাকশন্স এর প্রথম ছবি অনন্ত প্রেম। এই ছবি দিয়েই চিত্র পরিচালক রাজ্জাকের ছবি পরিচালনার শুরু। পত্রিকায় ছবিটির বিজ্ঞাপনে লিখা ছিল, "আকাশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, আমি যে তোমারি থাকবো" সমাজ থেকে পলাতক একটি প্রেমিক আর একটি প্রেমিকার এই সে শপথ।

এ শপথ কি অনন্ত প্রেম? অনন্ত প্রেম প্রথাগত ছবির মোড় ঘুরিয়ে দেবে। বিজ্ঞাপন থেকে আরো জানা গেল অনন্ত প্রেম ছবিতে অভিনয় করে ছিলেন রাজ্জাক, ববিতা, আনোয়ারা, রওশন জামিল, এ টি এম শামসুজ্জামান, ব্লাক আনোয়ার, আলতাফ, নারায়ন চক্রবর্তী, ওবায়দুল হক সরকার, কাজী এহসান, খলিল প্রমুখ। অনন্ত প্রেম সিনেমার মিউজিক করেছিলেন আজাদ রহমান আর চিত্রগ্রাহক ছিলেন রেজা লতিফ। ছবিটি প্রথম সাপ্তাহে বলাকা, জোনাকী, গুলিস্তান, মুন, মানসী ইত্যাদি হলে মুক্তি পেয়ে ছিল। অনন্ত প্রেম ছবিটি সে সময়কার আলোড়ন তোলা ছবি।

জীবনে মাত্র এক বার ছবিটি আমি দেখেছিলাম তাও টিভিতে। তেমন কিছু মনেও নাই এখন তবে ওই ছবিতে রাজ্জাক আর ববিতা পালিয়ে জঙ্গলে চলে যায়। রাজ্জাক মোটা বেল্ট অলা প্যান্ট পরে কাধে বন থেকে কুড়িয়ে কাঠের বোঝা নিয়ে যায়। প্যান্ট গুটিয়ে ববিতাকে নিয়ে জলের ধারায় গান গায় রাজ্জাক। সেই বিখ্যাত প্রেমের গান।

খুরশিদ আলম আর সাবিনা ইয়াসমিন এর গাওয়া গান, ও চোখে চোখ পড়েছে যখনি তুমি হলে মনের রানী/ তোমার দৃষ্টি যেনো ছোবলেও হানে যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কালনাগিনী/ পার্বত্য এলাকা বা সিলেটের লোকেশনে শুট করেছিল, কোন যায়গা ঠিক মনে পড়ে না! ছবির লোকেশন দেখে একেবারে পাগলা হয়ে যাবার মত অবস্থা। মনে হতো ঠিক এমন করেই কাউকে নিয়ে প্রেম করে পালিয়ে যাবো এক দিন। এমনই কোন গহীন বনে। অনন্ত প্রেম ছবির এন্ডিংটা ছিল বিয়োগান্তক। নায়ক নায়িকা দু'জনই মারা যায়।

বর্ডার পার হয়ে পালাতে যেয়ে গুলি খায় তারা। ইশ্ কি কষ্টেরই না ছিল সেই সমাপ্তি! এই ছবির শেষ দূশ্যে মরতে মরতে নায়ক নায়িকাকে চুম্বন করে। সালটা ১৯৭৭ সাল, না কোন প্রকার সিম্বলিক চুম্বন নয় আসল কিসিং সিন। এক্কেবারে ফে্রঞ্চ কিস। তখনকার বিখ্যাত সিনে পত্রিকা চিত্রালী সেই চুমুর কালার ছবি ব্যাক পেইজের অর্ধেকটা জুড়ে ছেপে "ঢাকার ছবিতে চুমু এলো" শিরোনামে স্টোরী করেছিল।

সেই সংখ্যা চিত্রালীটি পড়ার ভাগ্য আমার হয়ে ছিল। ববিতা তখন ছবি প্রতি পারিশ্রমিক পেতেন পঞ্চাশ হাজার টাকার মত। শোনা গিয়েছিল এই ছবির ওই বিশেষ দৃশ্যের জন্য উনি অতিরিক্ত আরো বিশ হাজার টাকা প্রযোজক রাজ্জাকের কাছ থেকে নিয়ে ছিলেন। তখন গুঞ্জন ছিল পরে ছবির নায়িকা ববিতা না কি ঐ দৃশ্যটি সিনেমায় যেনো না যুক্ত করা হয় তার জন্য নায়ক পরিচালক রাজ্জাককে অনুরোধ করেন। ঢাকার প্রথম সিনেমার নাম দ্যা কিস হলেও অনন্ত প্রেম ছায়াছবির কিসিং সিনটি শেষ পর্য্যন্ত সেন্সর বোর্ডের কাচির আঘাতে কর্তিত হয়ে সিনেমা থেকে বাদ পড়ে যায়।

দর্শকরা সেই দৃশ্যটি আর কোন দিন দেখতে পেল না। পুরোনো অনেক বাংলা সিনেমার ভিসিডি, ডিভিডি পাওয়া গেলেও অনন্ত প্রেম ছবিটির কোন প্রিন্ট কোথাও আর পাওয়া যায় না। ছবির কোন ক্লিপ বা অংশ, গান ইত্যাদি কিছুই আর কথনো কোন মিডিয়াতেও দেখা যায় নাই। এমন কি ইউ টিউবে এই ছবির বিখ্যাত গানটি শুনতে পাওয়া গেলেও এর কোন ভিডিও প্রিন্ট পাওয়া যায়না কোথায়ও। কয়েক বছর আগে টিভিতে রাজ্জাককে বলতে শুনে ছিলাম ছবিটা ওনার প্রিয় ছবি।

এবং উনি নিজে নিজেই বলছিলেন অমন ছবি আর কোন দিন উনি বানাতে পারেন নাই। উনি এ ও ইচ্ছে প্রকাশ করে ছিলেন ছবিটি তিনি আবার বানাবেন। অর্থাত রীমেক করবেন। সেই থেকে আশায় বসে আছি আমি! কাল হঠাত করেই চিত্রালীতে প্রকাশিত সেই চুম্বন দৃশ্যটি আমি খুজে পেয়েছি সাথে মুক্তির দিনে প্রকাশিত পত্রিকায় ছাপা বিজ্ঞাপন। আবেগ তাড়িত হয়ে তখনকার চিত্রালীর প্রখ্যাত সাংবাদিক ফারুক ফয়সলকে ফোন করি।

ফারুক ভাই বললেন চিত্রালীতে ঐ স্টোরীটি উনি করেন নাই। আমি ফারুক ভাইকে জিজ্ঞেস করি এই সিনেমাটির কোন প্রিন্ট বা হদিস আমরা আর পাই না কেন? ফারুক ভাই আমাকে আশা দিয়ে বললেন, দাড়াও রাজ্জাক কে আমি জিজ্ঞাসা কইরা তোমারে জানাবো। আমি প্রায় ই ভাবি, এই ছবিটার প্রিন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে রাজ্জাকের উচিত ছবিটা আবার ঐ চুমুর দৃশ্য সহ বলাকা সিনেপ্লেক্স, জোনাকী, মধুমিতা, অভিসার এই সব হলে মুক্তি দেয়। বাংলা সিনেমায় চুমু এখন তেমন আর ব্যাপর হবার কথা না। আমি এই ছবিটা আবারও হলে গিয়ে অন্তত ২/৩ বার অথবা আরো বেশীবার দেখতে রাজী আছি।

আহা সেই প্রিয় গানটি জীবনে যদি কোন দিন বড় পর্দায় দেখতে পেতাম! "ভেবে ছিলাম প্রেমানলে মন পোড়াবো না শেষে যে কলিজাতে ঘুন ধরাতে হলো/ মনের এই চোর গরিতে আসতেতো চাইনি, সোনার হরিন তবু আমায় ডেকে নিয়ে এলো..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।