আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকশিল্পে অস্থিরতার জন্য একজন মন্ত্রী দায়ী: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পোশাকশিল্পে চলমান অস্থিরতার জন্য সরকারের একজন মন্ত্রীকে দায়ী।
 
তিনি আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনায় এই অভিযোগ করেন।
 
ওই মন্ত্রীর প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত সুপরিকল্পিত ও সুচতুরভাবে দেশী-বিদেশী ষড়যন্তের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের চষ্টো করা হচ্ছে। রানা প্লাজা ধসের পর যখন এই খাত শান্ত তখন একজন মন্ত্রী এই খাতের শ্রমিকদের নেতা হিসেবে আবির্ভূত হলেন। জোর করে শ্রমিকদের নিয়ে এসে সমাবেশ করলেন, গোলযোগ সৃষ্টি করলেন। এরই ফলে এই নৈরাজ্য। দেশের অর্থনীতি যাতে দাঁড়াতে না পারে, মুখ থুবড়ে পড়ে যায় সেজন্য এই মন্ত্রীর নেতৃত্বে নতুন খেলা শুরু হয়েছে।'
 
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গার্মেন্টস শিল্পের সমস্যা সমাধানে পদক্ষেপ নিন, অন্যথায় এ খাতটি ধ্বংস হয়ে যাবে।
 
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল রহমান খান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।