আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালে সেরে উঠছেন মারে

মঙ্গলবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থায় একটি ছবি দিয়েছেন ২৬ বছর বয়সী মারে। ছবিতে দুই বুড়ো আঙ্গুল উঁচিয়ে সেরে ওঠার জানান দিচ্ছেন স্কটিশ তারকা।
অস্ত্রোপচার শেষের অনুভূতি সম্পর্কেও জানিয়েছেন মারে। অপারেশন থিয়েটার থেকে ফিরে তিনি জানতে চেয়েছেন, "আমি কি জিতেছি?"
অস্ত্রোপচারের কারণে মৌসুমের বাকি সময়ে হয়ত আর খেলতে পারবেন না তিনি। উইম্বলডনের পর স্বদেশের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুরে খুব সম্ভবত অংশ নিতে পারবেন না। প্রতি বছর নভেম্বরে লন্ডনে এই প্রতিযোগিতা হয়।
চোটের কারণে এ বছরের ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারেননি মারে।
৭৭ বছর পর প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে গত জুলাইয়ে উইম্বলডনের শিরোপা জয় করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।