আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালে ছিনতাই

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে। গতকাল দুপুরে ছিনতাইকারীরা প্রকাশ্য দিবালোকে দুই মহিলা রোগীর স্বর্ণালঙ্কার ছিনতাই করে সবার সামনে দিয়ে বেরিয়ে যায়। তাদের চিৎকারে কেউ এগিয়ে আসেনি। ছিনতাইয়ের শিকার সুমি ও নীপা জানান, তারা দুই বোন সদর উপজেলার গোপীনাথপুর থেকে ডাক্তার দেখাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আসেন। সাড়ে ১২টার দিকে এক বোন বহির্বিভাগে ডা. নিয়াজ মোহাম্মদ ও অন্যজন ডা. সিরাজুল ইসলামের রুমের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কয়েক যুবক তাদের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত কুমার মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ভিকটিমদের লিখিত অভিযোগ দিতে বলেছেন। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।