আমাদের কথা খুঁজে নিন

   

পানশালায় রোবট

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, জেমস নামের এক হাতবিশিষ্ট রোবটটি ডানে ও বামে হেলতে পারে। ডান হাতকে বিভিন্ন আঙ্গিকে ওঠানামা করতে পারে।
রোবটটির মাথায় আছে একটি ট্যাবলেট কম্পিউটার। ২০১১ সালে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে রোবটটি তৈরি শুরু হয়। জানুয়ারি পর্যন্ত রোবটটির উন্নয়ন কাজ চলবে বলে জানিয়েছেন নির্মাতারা।
কমান্ড করার পরিবর্তে ট্যাবলেট কম্পিউটারের পর্দায় লিখে সরাসরি মানুষকে বুঝতে সক্ষম রোবট বানাতে কাজ করছেন প্রকৌশলীরা। এতে পানশালায় মানুষের পরিবর্তে অদূর ভবিষ্যতে রোবটকে দেখা যাবে পানীয় সরবরাহ করতে।
জার্মানির বিলিফিল্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. জ্যান ডি রুইটার রিসার্চ অ্যান্ড টেকনোলজি-হিল্লাস ও ইউনিভার্সিটি অব এডিনবরার সঙ্গে এ রোবটটি তৈরি করেন। নির্মাতাদের লক্ষ্য ছিল রোবটকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসা, যাতে মানুষ কোনো দ্বিধা না করেই রোবটের কাছ থেকে সেবা নিতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।