আমাদের কথা খুঁজে নিন

   

মারমা তরুণীকে ধর্ষণ: ৩ জনের ফাঁসির আদেশ


মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কামাল উদ্দিন রুবেল, মো. ইকবাল হোসেন ও সুমন রবি দাশ।
এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এম এ নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১ সালে রাঙ্গুনিয়া উপজেলা থেকে এক মারমা তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় নিয়ে আসে আসামিরা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদি হয়ে একটি মামলা করেন, যাতে মোট পাঁচ জনকে আসামি করা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
এম এ নাসের বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।