আমাদের কথা খুঁজে নিন

   

ছিটমহলবাসী আইনি লড়াইয়ে নামছেন

সভা, সমাবেশ, অনশনসহ প্রচলিত ধারার আন্দোলনের পাশাপাশি ছিটমহল বিনিময়ের আন্দোলনে বিশ্বজনমত তৈরীর জন্য সাইবার লড়াই চলছে। শিগ্গিরই আইনী লড়াইয়ে নামছে ছিটমহলবাসী। ভারতের তথ্য অধিকার আইন ব্যবহার করে এ জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। আন্দোলন জোরদার করার পদক্ষেপের অংশ হিসেবে ছিটমহলবাসীদের নিয়ে কর্মীসভা ও মতবিনিময় করা হচ্ছে। গতকাল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভারতীয় ছিটমহল দাশিয়ার ছড়ায় ভারতীয় ১১১টি ছিটমহলের প্রতিনিধি সন্মেলনে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের অংশের সহ -সম্পাদক দিপ্তীমান সেনগুপ্ত এসব কথা বলেন।

দাশিয়ার ছড়া ছিটমহলের কালিরহাট বাজারে অনুষ্ঠিত এই সন্মেলনে আরো বক্তব্য রাখেন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিট সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোসত্দফা, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহাম্মদ আলী পোদ্দার, পঞ্চগড় জেলার সভাপতি মফিজার রহমান ও লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, নীলফামারীর জেলার সাধারণ সম্পাদক তারা মিয়া।

সন্মেলনে বলা হয়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে প্রটোকল সাৰরের দ'ুবছর পরও ছিটমহল সমস্যার সমাধান না হওয়ায় ছিটমহলের বাসিন্দারা হতাশ। এ অবস্থায় তারা আন্দোলনের মাধ্যমেই দাবী আদায়ের পথ বেছে নেবে।

সন্মেলনে দিপ্তিমান সেনগুপ্ত জানান, আইনী লড়াইয়ের পাশাপাশি জনমত তৈরী ও ছিটমহলবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য মত বিনিময় ও কর্মীসভা হচ্ছে। দু-এক দিনের মধ্যে আগামী ২-৩ মাসের জন্য আন্দোলনের রম্নপরেখা ঘোষণা করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.