আমাদের কথা খুঁজে নিন

   

কুখ্যাতি বিশ্বজুড়ে

অ্যালেক্স ফ্লোরেস

অ্যালেক্স ফ্লোরেঙ্কে গ্রেফতার করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এফবিআই। তাকে ধরতে সহায়তা করার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। তার বিরুদ্ধে ফিলাডেলফিয়ায় পাঁচ বছরের এক মেয়েকে অপহরণ ও নিশৃংসভাবে হত্যার অভিযোগ ওঠে। ২০০০ সালের এই ঘটনার পর তাকে খুঁজতে থাকে এফবিআই। পরবর্তীতে আগস্টে তার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ প্রমাণিত হয়।

কিন্তু এফবিআইয়ের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। তার বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে চমকে ওঠে কর্তৃপক্ষ।

 

রবার্ট উইলিয়াম ফিসার

এক লাখ মার্কিন ডলার ঘোষিত হয়েছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। এফবিআই সর্বোচ্চ চেষ্টা করেও তার সম্বন্ধে খুব বেশি তথ্য জানতে পারেনি। তার দুই সন্তান ও স্ত্রীকে খুন করার পর সে ঘর ছেড়ে পালিয়ে যায়।

সে পেশায় একজন মৎস্যজীবী ও শিকারী। তাকে ধরতে না পারার কারণ হচ্ছে- সে বারবার নিজের চেহারা পাল্টায়। সে খুব ধূমপায়ী। তার জাল ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরিডা থেকে নিউ মেক্সিকো পর্যন্ত। ধারণা করা হয়, তার কাছে অত্যাধুনিক রাইফেলসহ বহু মারণাস্ত্র জমা আছে।

 

গ্রেসিয়া গুয়েভারা

গ্রেসিয়ার বিরুদ্ধে আক্রমণাত্দক মনোভাবের খুব সামান্য অভিযোগ নিয়ে এগোয় এফবিআই এবং খুব শীঘ্রই তার সম্বন্ধে ভয়াবহ সব তথ্য হাতে আসতে থাকে। সে একজন ঠাণ্ডা মাথার খুনি, ধর্ষক। মাত্র ২৬ বছর বয়সেই সে ভয়ঙ্কর সব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার যে বিবরণ পাওয়া গেছে তাতে এফবিআই পর্যন্ত হতবাক। সে যুক্তরাষ্ট্র বা মেক্সিকোতে রয়েছে বলে ধারণা করা হয়।

 

এ্যাডোআর্ডো রাভেলো

এ্যাডোর্ডোকে ধরার জন্য বা তাকে ধরতে সাহায্য করার জন্য এফবিআই থেকে এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে দুর্নীতি ও মাদক ব্যবসার অভিযোগ আনা হয়। সে একজন ভয়াবহ মাদক ব্যবসায়ী। রীতিমতো ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে মানুষের সঙ্গে অর্থনৈতিক প্রতারণার কুখ্যাতি রয়েছে তার বিরুদ্ধে। তার হাতের ছাপও নেই এফবিআইয়ের কাছে।

সে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার চেহারা পাল্টিযেছে।

 

গ্লেন স্টুয়ার্ট

ক্যালিফোর্নিয়ার ফলসন স্ট্যাট প্রিজন ভেঙে পালিয়ে যাওয়ার অপরাধে গ্লেন স্টুয়ার্টকে খুঁজতে শুরু করে এফবিআই। ১৯৮৭ সালের এই ঘটনার পর গ্লেনকে আর অপরাধ কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছিল না। কিন্তু এরই মধ্যে বহু খুন করে নতুন করে আলোচনায় আসেন তিনি। একাধিক ভাষা জানার কারণে, একেক সময়ে একেক পরিচয় ধারণ করে ফাঁকি দিয়ে যাচ্ছে এফবিআইকে।

তাকে গ্রেফতারে সহযোগিতা করার জন্য ১ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

জেসন ড্রেক ব্রাউন

জেসন ড্রেক ব্রাউনকে ধরার জন্য এফবিআই সবচেয়ে বেশি অর্থ খরচ করতে রাজি হয়েছে। প্রায় দুই লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষিত হয়েছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে খুন ও লুটের অভিযোগ রয়েছে। অ্যরিজনা ফনিঙ্ েহত্যা এবং লুটের প্রধান আসামি ছিলেন।

অপরাধের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শিরোনাম হতে পছন্দ করেন এই ভয়ঙ্কর অপরাধী। যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্সে তার বিরুদ্ধে একাধিক অুিভযোগ রয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.