আমাদের কথা খুঁজে নিন

   

মুরাদনগরে সদ্য কারামুক্ত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা : ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন - কায়কোবাদ এমপি

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

খালেদা জিয়ার আহ্বানে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদনগরের সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। সরকার একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে।

এ অবস্থায় ফ্যাসিবাদী জুলুমবাজ এ সরকারকে হটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী দিনে খালেদা জিয়ার আহ্বানে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে। সদ্য কারামুক্ত কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির ২৮ নেতাকর্মীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বিদেশে চিকিত্সাধীন কায়কোবাদ এমপি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও কায়কোবাদ ফোরামের পক্ষ থেকে গতকাল বিকালে উপজেলা বিএনপি র্কাযালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

টেলিকনফারেন্সে কায়কোবাদ এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের বর্তমান শাসনামলে মুরাদনগরের হাজার হাজার নেতাকর্মীকে বর্বরোচিত অত্যাচার, নির্যাতন, পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে। অনেককে মিথ্যা, সাজানো মামলায় জেলের ঘানি টানতে হয়েছে। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, এই জালিম সরকারের পতন অনিবার্য। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি ও কায়কোবাদ ফোরামের উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও কায়কোবাদ ফোরামের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কায়কোবাদ ফোরাম আহ্বায়ক মোল্লা মজিবুল হক, বিএনপি নেতা ও কায়কোবাদ ফোরামের উপদেষ্টা দুলাল দেবনাথ, উপজেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, কায়কোবাদ ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েত হোসেন, উপজেলা যুবদল প্রচার সম্পাদক মো. মোস্তফা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুরাদনগরের গণমানুষের নেতা এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, সে দোয়া করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ হাকিম সোহেল, বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, ধামঘর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম সরকার, অ্যাডভোকেট মহসিন, ব্যবসায়ী মো. কবির হোসেন প্রমুখ। (আমার দেশ, ২৫ সেপ্টেম্বর ২০১৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।