আমাদের কথা খুঁজে নিন

   

জালনোটসহ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জালনোটসহ আটককৃত বাংলাদেশি মো. মজমিল মিয়া (৫৫) কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তে ডলুরা-বালাট বর্ডার হাটে তাকে ফেরত দেয় ভারতের এ নিরাপত্ত্বাবাহিনী।

এর আগে বিজিবি-৮ এর পক্ষ থেকে মজমিলকে ফেরত চেয়ে চিঠি দিলে বিএসএফ তাতে সাড়া দিয়ে রাত সাড়ে ৭ টায় তাকে ফেরত দেয় বলে জানান বিজিবি-৮এর সহকারি পরিচালক মো.হাছন আলী। মজমিল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামের অব্দুল মোতালেবের ছেলে। তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মজমিল মিয়া কিছু পাটি ক্রয় করতে যান। এসময় তিনি ভারতীয় বিক্রেতাদের নিকট থেকে পাটি ক্রয় করে বাংলাদেশি ৫০০ টাকার ৬ টি নোট প্রদান করেন। এসময় নোটগুলো জাল প্রমাণিত হওয়ায় ভারতীয় বিক্রেতারা বিষয়টি বিএসএফকে জানায়। পরে বিএসএফ তাকে আটক করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.