আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে পরিত্যক্ত ভবন ভেঙ্গে ২ শ্রমিক আহত

ফেনী  শহরের শহীদ শহীদুল্লাহ কায়সাড় সড়কের সুলতান চকের পরিত্যক্ত ভবন ভেঙ্গে ২ শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।   আজ শ্রমিকরা ভবনটির ভাঙ্গার কাজ করছিল। হঠাত্ বেলা সাড়ে তিনটার দিকে ভবনের একটি দেয়াল শ্রমিকদের  উপর পড়ে। এতে এক শ্রমিকের পা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং গুরুত্বর আহত হয়। অপর শ্রমিক মাথা ও শরীরে আঘাত পায়।

পরে স্থানীয় দোকানীরা তাদের ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে।
 
ফেনি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভাঙ্গা স্তুপ সড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে।   হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক।
 
প্রসঙ্গত; ভবনটিকে সরকার অনেক দিন আগেই পরিত্যক্ত ঘোষনা করেছেন।

 
মার্কেটটির মালিক ফেনী জেলা কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন ছুট্টু বলে জানা যায়। পুলিশ ও মার্কেটের মালিক কেউই আহত শ্রমিকদের নাম তাত্ক্ষনিক ভাবে জানাতে পারেননি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।