আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ! ভালবাসায় হাতির ঝিল- ২

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে…
সম্পূর্ণ হাতির ঝিলের জীবন কেন্দ্রিক পোস্ট! অবশ্য খুব বেশি তোলা হয় নাই! অনেকেই অনেকভাবে ভাবে, কিন্তু আমার দৃষ্টিতে বাড্ডাবাসী হয়ে নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে হয়। অনেক দিকের মাঝে একটা হোল, এই বাড্ডায় কখনই বুক ভরে মুক্ত বাতাস নেয়ার জায়গার অভাব নেয়ার অভাব হয় নাই। আজ অপরিকল্পিত নগরায়নের আর ডেভেলপারের উৎপাতে হয়ত বাড্ডায় বাতাস আসার জায়গা নাই, কিন্তু সাথেই যে আছে হাতির ঝিল! আর এখানে আছে বিশাল একটা আকাশ! কিছু জায়গায় সবসময় বাতাস থাকবেই। যেদিন পারি সন্ধার পর ওই জায়গায় কনক্রিট নির্মিত চেয়ারে পা গুটাইয়া বসে মুক্ত বাতাস খাই আর খাই আর মাঝে মাঝে এই মামার ঝালমুরিও খাই! ২ জনই লাভবান! একজন মানসিক আরেকজন আর্থিক... এমন একটা ছবি দেখে হয়ত অনেকেই আঁতকে উঠবেন পিচ্চি মেয়েটার দিনযাপনের উপায় ভেবে, ভবিষ্যৎ ভেবে। উচিতও। অনেক পথশিশুই পেট চালাতে সমাজের চোখে "নিষিদ্ধ" পথ নিতে বাধ্য হয়। কিন্তু আসলে এটা কোন পথশিশু না, আমাদের এলাকায়ই থাকে, ঘুরতে আসছিল হাতির ঝিল! অনেক বাবাই আছেন যারা পেশার চাপে পরিবারকে সময় দিতে চাইলেও পারেন না। অনেকে আয়ের নেশায় বা আলসেমিতে বা এমনেও বিষয়টা হয়ত বোঝেনও না। এই বাপ এমন না! মেয়েকে একটা সুন্দর বিকাল উপহার দেবার অবস্থা আর মানসিকতা হয়ত তার আছে... একটা ব্যাচেলর আড্ডা! এদেশের বেকার যুবসমাজকে পথ দেখানটা খুব জরুরি! বা হয়ত একজনের পরিবারের সাথে আনন্দ যাপন, আরেকজনের পরিবার গঠনের বার্থটায় দুঃখযাপন! একটা মানুষের সুস্থ সাভাভিক বিকাশের জন্য দরকার মাটির স্পর্শ, উম্মক্ত পরিবেশ, শারীরিক খেলাধুলার জায়গা আর ইত্যাদি! ঢাকা শহরে হাতির ঝিল এই শিশুদের জন্য একটু হলেও সাভাভিক হবার সুযোগ দিয়েসে! সবার খুশি হইতে পুলিস প্লাজায় ফ্লাট লাগে না, পেটে ভাত আর হাতে একটা বল পাইলেই হয়! ওই একি কথা! মনে আছে অনেক আগে এই ঝিলে আমি নিজেও মাছ ধরতাম! এখন অবশ্য ধরার কোন উপায়ই নাই। কয়েকদিনের জন্য অন্তত ওরা মাছ ধরুক, সুস্থ কাজে হাসুক! যে কোন মানসিক উছিলায় আমরা নামাজ এরায়া যেতে ওস্তাদ! আমি নিজেও করি সর্বদা! কিন্তু চাইলে প্যান্ট নষ্ট, অজু নাই এসব কোন উছিলা কাজে আসে না! মেয়েকে নিয়ে ঘুরতে এসে মাগরিবের ওয়াক্ত হওয়ায় ওখানেই নামাজটা পরে নিলেন, কপোত কপতিদের জন্য ইহা খুবই উপযুক্ত স্থান, ছেঁকাখোর দের জন্যও ইহা খুবই উপযুক্ত স্থান! রিস্ক আছে অবশ্যই! আমার আত্মীয় কেও চাইলে তো আমিও দিতাম না! কিন্তু কিছু পেতে হলে যে কিছু দিতে হয়! রিস্ক নেয়ার বিনময়ে একটা বলার মত কাহিনী + বিকাল পাইল! পারিবারিক ছবি! আমার Cousin সবগুলা! হাতির ঝিল দর্শন! সবচেয়ে পিছিটা! আমার দাদি, আব্বা আম্মা বাকি থাকল! পজ নিতে বলসিলাম, ন্যায় নাই! শেষ! অন্য আরেকদিন! সবাই হাতির ঝিল ঘুরে জাবেন পারলে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।