আমাদের কথা খুঁজে নিন

   

'রঙ্গমাতন সোলায়মান মেলা' শুক্রবার

প্রয়াত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এসএম সোলায়মানের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করতে যাচ্ছে 'রঙ্গমাতন সোলায়মান মেলা ২০১৩'। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ মেলা ২৭  সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

জানা গেছে, মেলায় নয়টি নাট্যসংগঠনের স্টল থাকবে। বিভিন্ন নাট্যবিষয়ক প্রদর্শনী থাকবে এসব স্টলে। সন্ধ্যা সাতটায় থাকবে এসএম সোলায়মান বিষয়ে আলোচনা অনুষ্ঠান।

আলোচনায় অংশ নেবেন তারিক আনাম খান, মান্নান হীরা প্রমুখ।

সন্ধ্যা সাড়ে সাতটায় 'সাম্প্রদায়িক মৌলবাদের উত্থানে রাজনৈতিক সংকট: নাট্যকর্মীর দায়বদ্ধতা' শীর্ষক বৈঠক বসবে। এ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন মফিদুল হক। এরপর প্রদান করা হবে এসএম সোলায়মান প্রণোদনা। মেলায়  থিয়েটার আর্ট ইউনিট পরিবেশন করবে গীতিনাট্য ‘জনম দুঃখী মা’ এবং এসএম সোলায়মানের রচনা থেকে বিভিন্ন পরিবেশনা।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।