আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পার ব্রিটিশ তরুণীর

দাঁড়টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ব্রিটিশ তরুণী সারা আউটেন। জাপান থেকে যাত্রা শুরু করে সোমবার আলাস্কা পৌঁছেন তিনি।

সারা আউটেনের পরিকল্পনার পোশাকি নাম 'লন্ডন টু লন্ডন'। লন্ডন থেকে যাত্রা শুরু করে লন্ডনে ফিরে যাওয়া। কখনও সাইকেলে, কখনও বা রোয়িং করে।

এই অ্যাডভেঞ্চারের একটা ধাপ তিনি পেরিয়েছেন সোমবার। রোয়িং করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে।

এর আগে ২০১০-১২ সালে একবার চেষ্টা করেছিলেন। কিন্তু সামুদ্রিক ঝঞ্ঝায় সেবার তার বোটটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেসময় জাপানের উপকূলরক্ষীরা তাকে উদ্ধার করেন।

এ বছর নতুন বোট নিয়ে ফের অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়েন সারা। সোমবার আলাস্কার আদাকে পৌঁছেন তিনি। যদিও যাত্রা এখনও অসমাপ্ত। এরপর লন্ডনে ফেরার জন্য ফের একবার নৌকা ভাসাবেন সারা। তবেই শেষ হবে তার বিশ্বভ্রমণ।

২০০৯ সালে রোয়িং করে ভারত মহাসাগর পেরিয়ে গিনিস বুকে নাম তুলেছেন এই ব্রিটিশ তরুণী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.