আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মব্যবসায়ীর কান্ড--- আর কত প্রমান চান ??

তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

বরিশালের ২৮ হজ যাত্রীর ৭৫ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও------ নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৫ সেপ্টেম্বর ॥ প্রতারণার মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার ২৮ হজযাত্রীর কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক জামায়াত নেতা ও তার সহযোগী দালালরা। ফলে এবারের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তারা প্রতারক জামায়াত নেতা ও ট্রাভেলস্ মালিককে খুঁজে পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে প্রতারিতদের পক্ষ থেকে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার রামপুরা বনশ্রী এলাকার হুমাইয়ারা হজ ট্রাভেলস্’র নামে এলাকার চিহ্নিত ব্যক্তিরা (দালালরা) এবার বরিশালের অসংখ্য ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এরমধ্যে গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম ও প্রভাবশালী জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, টরকী বন্দর এলাকার বাসিন্দা দিদার হাওলাদার, কসবা গ্রামের মামুন খান গৌরনদীর বিভিন্ন এলাকার ২৮ হজযাত্রীর কাছ থেকে সর্বমোট ৭৫ লাখ টাকা উত্তোলন করেছেন। সূত্রমতে, এসব দালালের সঙ্গে ওই ট্রাভেলস্’র ম্যানেজার শহিদুল ইসলাম ও মোঃ রাসেদের গভীর সম্পর্ক ছিল। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গৌরনদীর কসবা গো-হাটের ইজারাদার ও প্রতারিত হজযাত্রী আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, তিনি ও তাঁর স্ত্রী বিউটি বেগম এবার হজে যাওয়ার জন্য স্থানীয় দিদার হাওলাদারের কাছে সর্বমোট ৬ লাখ ২ হাজার টাকা দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর রাতে তাঁদের ফ্লাইট হওয়ার কথা ছিল। সেমতে তাঁরা সোমবার রাতে ঢাকায় পৌঁছেন।

২৪ সেপ্টেম্বর সকালে রামপুরার বনশ্রী এলাকায় ট্রাভেলস্’র ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে দেখতে পান সেখানে এ নামের কোন অফিস নেই। এতে দিশেহারা হয়ে তাঁরা দালাল দিদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে দিদার জানান, তিনি ইমাম আবুল খায়েরের কাছে টাকা দিয়েছেন। এর বেশি কিছু বলতে পারবেন না। একথা বলেই লাইনটি কেটে তা বন্ধ করে দেন। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন টরকী এলাকার মোসলেম হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, কটকস্থলের আজিজ আকন, সুন্দরদী গ্রামের ইয়াকুব আলী ঘরামি, সোনালী ব্যাংক গৌরনদী শাখার অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার ২৮ হজ যাত্রী।

লিংক- Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।