আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরঙ্গ আলাপনঃ কফি উইথ ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা!

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU "মনোযোগ দিয়া জল কল্ললে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্রিত কথা শুনিতে পাইবে। " “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ।

তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না। ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আমেরিকার ভিসা জটিলতার কারণে আমাকে আমারিকার ভিসা না দিতে পারলেও অনলাইন এ আমার সাথে কফি আড্ডাই অত্যন্ত বিনয়ের সাথে সময় দিয়েছেন।

আমার সাথে ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার কথোপকথনের কিছু অংশ নিচে দেওয়া হল। আপনি কেমন আছেন ? অন্তরঙ্গ আলাপনে এসে আপনার কেমন লাগছে? - অনেক ভাল আছি। অন্তরঙ্গ আলাপনে এসে অনেক ভাল লাগছে, অনেক আনন্দিত কিন্তু একটু ভীত। আমি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারি না আমন্ত্রণের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি বর্তমানে কি করছেন? - বর্তমানে লেখাপড়া করছি।

সামুর সাথে আপনার পরিচয় কিভাবে? - যতটুকু মনে আছে একটা ফেইসবুক পেজের অ্যাডমিন সামুর ব্লগার ছিল, সে তার লেখা তার পেজে শেয়ার করত। সেখান থেকে সামুর সাথে পরিচয় হয়েছে। আপনি কি এখানেই সেটেল হবেন নাকি দেশে ? আপনার কি ইচ্ছে? - আমি এখানেই সেটলড, এখানেই থাকব। আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন? - অবসর সময়ে ব্লগ পড়ি, ছবি আঁকি, ছবি তুলি, ফিউচার প্লান করি। আপনার প্রিয় লেখক ও কবি কে? - আমি গল্প, উপন্যাস পড়িই না বলতে গেলে।

সো প্রিয় লেখক নেই। প্রিয় কবি মনে হয় জীবনানন্দ দাস, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ। আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? -মনে হয় আমার বাবা, মা। আপনার প্রিয় রং কি? - লাল। কিন্তু এমন না আমি সবকিছু লাল চুজ করি।

উলটো আমি অন্য রঙই বেশি চুজ করি, তবুও প্রতিবার কেন যেন বলি প্রিয় রঙ 'লাল'। আপনার প্রিয় ফুল কি? -কদম ফুল আপনার প্রিয় খাওয়ার কি? - প্রিয় খাবার সব বিয়ে, দাওয়াত এসবের খাবার, বিরিয়ানি, চিকেন রোস্ট, পোলাউ, বোরহানী, চিজ কেক (কয়েকদিন আগে অনেক খেতে মন চেয়েছিল) ইত্যাদি আপনার একটি মজার অভিজ্ঞতা শেয়ার করুণ? - একদিন আম্মু আর আমি লন্ড্রি করতে গিয়েছে। আমি আম্মুকে কি যেন কিনে দিতে বললাম। আম্মু বলল যে টাকা খরচ করার দরকার নাই। লন্ড্রি শেষ প্রায় রাত ১২ টায়।

আম্মু বলে, আব্বু নাকি বলেছে পাশের দোকানে মাত্র ৫ সেন্টে কফি বিক্রি করে। আমাকে আম্মু বলল, চল কফি খাই। আমরা কফি নিলাম। পে করার সময় দোকানদার বলল, কফির দাম টু ডলারস। আম্মু পে করল।

বাসায় ফিরে আব্বুকে জিজ্ঞেস করলাম, কফির দাম নাকি ৫ সেন্ট? আব্বু বলে, কফি না, কপি ৫ সেন্ট। মানে কাগজ ফটোকপি বর্তমান সময়ে সামু আপনার কাছে কেমন লাগছে? - আমি তো এখন বেশি আসি না ব্লগে, সো সেরকম কোনো অবজারভেশান নেই। কিন্তু আগের থেকে ভাল মনে হচ্ছে। কেউ যদি সামনাসামনি বলেন যে, আপনার হাসি আসলেই অনেক সুন্দর!!! আপনি এর প্রতি উত্তরে তাকে কি বলবেন? - ধন্যবাদ দিব। আপনি কার বা কার কার গান শুনতে পছন্দ করেন? -আমি অনেক সিঙ্গারের ও অনেক টাইপের গান শুনি।

ব্লগের অনেকেই জানেন, আমার রবীন্দ্র সঙ্গীত পছন্দ। অনেক রবীন্দ্র সঙ্গীত শুনি। কিছু নির্দিষ্ট নজরুলগীতি শুনি। বাংলা প্রায় সব ধরনে আধুনিক গান শুনি। অনেক আগের মুভির গান থেকে শুরু করে লোকগীতি, লালন ও বিভিন্ন গান।

ইংলিশ গান ফেভারিট বিভিন্ন গানসহ টপচার্টের গান শুনি। সব মিলিয়ে অনেক সিঙ্গার। Extraterrestrial বলতে বহির্জাগতিক কোন কিছুকে বুঝায়। আপনি কি সত্যিই একজন এলিয়েন ব্লগার? -অবশ্যই আমার এক্সট্রাটেরেস্ট্রিয়াল এক্টিভিটি যারা দেখেছে তারাই শুধু বুঝতে পারে যে আমি কত বড় এলিয়েন #এখন আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা । পুরো ব্যাপারটাই লাইভ।

আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে। ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার অনুমতি আমি প্রার্থনা করছি - তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.