আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয়রা জাতীয় নির্বাচনে 'না' ভোট দিতে পারব&#

ভারতের নির্বাচনে কোনো প্রার্থীকে যোগ্য মনে না হলে 'না' ভোট দেওয়ার সুযোগ রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আর এর মধ্য দিয়ে আদালত যুগান্তকারী রায় দিল। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বে একটি বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনকে ভোটিং মেশিন ও ব্যালট পেপারে 'উপরের কাউকেই না' অপশন রেখে প্রয়োজনীয় পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। সত্যশিবম রায় পাঠ করে বলেন, বিকল্প পছন্দের সুযোগই হলো গণতন্ত্র আর ভোটারদের এই 'না' ভোট দেওয়ার অধিকার দিয়ে ক্ষমতায়ন করা হবে। তিনি আরও বলেন, 'না ভোট' রাজনৈতিক দল ও প্রার্থীদের সম্পর্কে ভোটাররা কী ধারণা পোষণ করে সে সম্পর্কে একটি পরিষ্কার সংকেত পাঠাবে।

অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে জোর দাবি সত্ত্বেও ভারতের ভোটারদের এ পর্যন্ত 'না' ভোট দেওয়ার সুযোগ ছিল না। অধিকার সংগঠনগুলো দাবি করছে, নির্বাচনে ৫০ শতাংশের বেশি 'না' ভোট পড়লে ওই নির্বাচনী এলাকায় পুনঃনির্বাচন করতে হবে। জি নিউজ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.