আমাদের কথা খুঁজে নিন

   

আইনজীবী হত্যার দায়ে সাত ছিনতাইকারীর যাবজú

ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমদাদুল হক তালুকদারকে হত্যার দায়ে সাত ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ আদেশ দেন। এ ছাড়া আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বেলায়েত কাজী, বিল্লাল মৃধা, ইস াফিল, মনির, ইব্রাহিম, নিজাম ও রোমান্স। এদের মধ্যে বিল্লাল মৃধা কারাগারে রয়েছেন। রায় ঘোষণার আগে আসামি বিল্লালকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া বাকি ছয় আসামি পলাতক ছিলেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামিদের সবার বাড়ি মাদারীপুর জেলার সদর ও কালকিনি থানায়। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন বিচারক। ২০০৬ সালের এপ্রিলে ট্যাঙ্কি্যাবে করে রাজধানীর শেরেবাংলা নগর যাওয়ার পথে ঢাকা বারের আইনজীবী ইমদাদুল হক তালুকদারকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ছিনতাইকারীরা। আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত আইনজীবীর ছেলে মেহেরাজ হোসেন আবীর। আবীর সাংবাদিকদের বলেন, 'আমরা আশা করেছিলাম আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেবেন। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.