আমাদের কথা খুঁজে নিন

   

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিন এবং তথ্য অধিকার দিবস আজ

আমি সত্য জানতে চাই
সেপ্টেম্বর মাসের আজকের দিনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের এই দিনে জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের স্বানামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। দিনটি আজ বাংলাদেশের জন্য আরও গুরত্বপূর্ণ জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার নিমিত্বে ঘোষিত তথ্য অধিকার দিবস হিসেবে ঘোষণা জন্য। আজকের এই দিনে দুই গুণী ব্যাক্তিত্বের জন্মদিনে আমাদের ফুলেল শুভেচ্ছা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।

স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ কণ্যা শেখ হাসিনা বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। এই বছরের ১৭ই মে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৫সালের ১৫ আগষ্ঠ সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন। এই সময় তিনি ও তাঁর ছোটবোন শেখ রেহেনা দেশের বাহিরে অবস্থান করায় ঘাতকের হাত থেকে রক্ষা পান। এরপর দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬সালে প্রথম এবং ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয়বার সরকার গঠন করে।

দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। অবসর সময়ে তিনি পড়াশুনো ও লেখালেখিতে পুরো সময় ব্যয় করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ‘ওরা কেন টোকাই, বাংলাদেশে স্বৈরতন্ত্রের উদ্ভব’ ইত্যাদি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আজ ৬৭তম জন্মদিন । জন্মদিনে তাঁর প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।

ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর দীর্ঘ সাত দশক ধরে তাঁর কন্ঠের জাদু মন্ত্রমুগ্ধতা ছড়িয়ে রেখেছে সমগ্র সঙ্গীত জগতে। ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর তাঁর ৮৪তম জন্মদিন। ৮৪ বছরেও পা দিয়েও সুরের ছন্দে মুখর লতা মঙ্গেশকরের সৃজনশীল কন্ঠ। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনের জয়যাত্রা শুরু হয়.মারাঠি সিনেমা গজাভাউ-তে প্রথম গান করেন তিনি.ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর এতদিনে ৩৬ টি ভাষায় প্রায় এক হাজারেরও বেশি সিনেমায় গান করেছেন.ধ্রুপদি থেকে রোমান্টিক,গজল,ভজন-গানের প্রতিটি ধারায় তাঁর স্বচ্ছন্দ বিচরন-সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছে আপামর সঙ্গীত পিপাসুদের।

৮৪ বছরেও অক্লান্ত সঙ্গীত সম্রাঞ্জী.চলতি বছরেও বলিউডের সিনেমার জন্য গান গেয়েছেন.সতরঙ্গী প্যারাশ্যুট ছবির জন্য তিনি গেয়েছেন তেরে হাসনে সে। লতাজি অনেকের মধ্যে অনন্য। লতাজি সম্পর্কে যতই বলা হোক ততই কম মনে হয়। তাঁর গলায় যে দৈব স্বত্বা রয়েছে তার জন্যই তাঁর কন্ঠ এত অপূর্ব ও অসাধারন.যেরকমই গান হোক না কেন তিনি যেন প্রাণ দান করেন.খুব সূক্ষ্মভাবে তিনি গানের মূল আবেগের বহিপ্রকাশ ঘটাতে পারেন। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন।

এছাড়া ভারতের ২০টি অঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। প্রখ্যাত এই সঙ্গীতশিল্পীকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’অনার’ প্রদান করেছে সে দেশের সরকার। জন্মদিনে কিংবদন্তি এই কণ্ঠ শিল্পীর জন্য আমাদের ফুলেল শুভেচ্ছা।

২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস তথা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। বাংলাদেশ সরকার ২০০৯ সালে ‘নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন’ পাস করা হয়। এই আইন অনুযায়ী তথ্য কমিশন গঠন করা হয়েছে। এতে জনগণ ও গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবার জন্য তথ্য অধিকার আইন জনগণকে সকল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক।

তথ্যই শক্তি। বিশ্বায়নের এ যুগে সঠিক তথ্য অমূল্য সম্পদ। সহজে ও সুলভে সঠিক তথ্য প্রাপ্তি ও ব্যবহার প্রত্যেক মানুষের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। দিবসটি পালনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার আরও সুসংহত এবং গণতন্ত্র ও সুশাসন আরও সুদৃঢ় হবে এটিই আমাদের প্রত্যাশা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.