আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে বেশি দেখা স্থির ছবি

সবচেয়ে বেশি দেখা ছবি হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি-এর ডিফল্ট ওয়ালপেপার । অনেকের ধারণা, এ ওয়ালপেপারটি গ্রাফিক্স এডিটিং এর মাধ্যমে করা হয়েছে । কিন্তু বাস্তবে এতে কোন কম্পিউটার গ্রাফিক্সের ব্যবহার করা হয়নি । এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের নাপাভ্যালির একটি পথের ধারে তোলা উন্মুক্ত মাঠের ছবি । আর এ ছবিটি ক্যমেরাবন্দি করেছেন বিখ্যাত ফটোগ্রাফার চার্লস ওরিয়ার ।

তিনি ১৯৭৮ সালে একটি অ্যাসাইনমেন্টে নাপাভ্যালিতে অবস্থিত আঙুর ক্ষেতগুলোর ছবি তুলতে যান, যেখানে আমেরিকার মদ তৈরিতে সবচেয়ে বেশি কাঁচামাল সরবরাহকারী আঙুর চাষ করা হয় ।
টিউনে ছবি যুক্ত করা হলঃ

আর ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টিতে অবস্থিত নাপাভ্যালির পথের ধারেই ১৯৯৬ সালে (উইন্ডোজ এক্সপি প্রকাশের ৫ বছর আগে) চার্লস ওরিয়ার এ ছবিটি তোলেন, যা বিশ্বের কোটি উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী তাদের কম্পিউটার সুইচ অন করার একটু পরেই মনিটরে দেখতে পান । ছবিটি কেবল উইন্ডোজ এক্সপি’র ওয়ালপেপার হিসেবেই আলোচিত নয়, মূল্যের হিসেবেও এটি বেশ আলোচিত । সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবির তালিকায় এ ছবিটি রয়েছে দ্বিতীয় স্থানে । শুধু মাইক্রোসফট করপোরেশন এ স্থির চিত্রটি বিজ্ঞাপনে ব্যবহারের জন্য ২০০ মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হয়েছে ।


সূত্রঃ ইন্টারনেট ও কারেন্ট অ্যাফেয়ার্স

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.