আমাদের কথা খুঁজে নিন

   

সখি, আমি যে সাধারণ

আমি মহাপুরুষ নই, আমি খুব সাধারন, জনারন্যে চোখে পড়ে না আমি এমন একজন। আমার কেন সইতে হবে দৃষ্টান্তমুলক জ্বালাতন! যদি বলো তুমি সুখ এনে দেবো, সাধ আর সাধ্যের সর্বোচ্চে যদি বলো জীবন সাজাবো, ভালোবাসার পরম আরাধ্যে এর চেয়ে বেশি, আর কি দেবো, সখি আমি যে সাধারণ। যদি বলো, চাই নীলপদ্য ও যে আমার দুঃসাধ্য কদম ফুলে মিটবে না সখি তৃপ্তি তোমার? ভালোবাসাতে মেখে দিয়ে যদি, এনে দেই পাতাবাহার? যদি বলো, ঐ চাঁদ খানি চাই কল্পনা করারও সাধ্য যে নাই বল কিভাবে এনে দেই তা, ঘটবে যে চন্দ্রগ্রহন সেই ভালো চল, চাঁদের আলোয় মুগ্ধ করি মন। এর বেশি কি আর পারে, সাধারণ একজন? ভালোবাসি তাই, স্রোতে ভেসে যাই, যতদূর ঘূর্নন বিকল্প পথেই অসাধ্যকে করে যাই বর্ণন। তাই অলৌকিক কিছু চাস নে সখি, আমি যে সাধারণ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।