আমাদের কথা খুঁজে নিন

   

আদুরীরা সব স্থানে উপেক্ষিত


অল্প বয়সে বাবাকে হারানোর পর অন্যের বাসায় কাজ করতে হয় তাকে। সেই গৃহকর্মীজীবন কেটেছে নির্মম নির্যাতনে। চুন থেকে পান খসলেই গৃহকর্ত্রী নওরীন জাহান নদী ও তার পরিবারের সদস্যরা চুলের মুঠি ধরে নির্যাতন চালাত। দেওয়া হত গরম খুন্তি-চামচের ছেঁকা। এমন সব ভয়াবহ নির্যাতনের কথা বলেছে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া ৯ বছরের শিশু গৃহকর্মী আদুরী।

নওরীন শিশু আদুরীকে হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে নির্যাতন করে। গরম খুন্তি দিয়ে শিশুটির শরীর পুড়িয়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের ফুটপাতের একটি ডাস্টবিন থেকে অর্ধমরা ও হাড্ডিসার আদুরীকে উদ্ধার করে পুলিশ। সে পল্লবীর সাগুপ্ততা হাউজিংয়ের ২৯/১ সুলতানা প্যালেসে নদীর বাসায় কাজ করত। ব্লগে নানান বিষয়ে অনেককে কতই না লেখা লেখি করতে দেখেছি দেখেছি ব্লগের পাতায় একই ঘটনার উপর একাধিক লেখা , কিন্তু আদুরী এক কাজের মেয়ে বলে কি কেও তার পাশে নেই ??? কোন নারী যখন ধর্ষিত হয় তার রঙ্গীন ছবিতে পেপার পত্রিকা ছেয়ে যায় অথচ যে গৃহকত্রি এ জঘন্ন কাজ করেছে তার ছবি কোথাও নেই।

নেই কোন আন্দোলনের ডাক নেই কোন কর্মসূচী । কারন একটাই দারিদ্রতা ... . আর একারনেই আদুরীরা সব স্থানে উপেক্ষিত । তারা যেমন উপেক্ষিত এ সমাজে তেমনই ব্লগের পাতায় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।