আমাদের কথা খুঁজে নিন

   

এক ফোঁটা জল



ইদানীং ভীষণ এক সমস্যায় জর্জরিত আমি । সপ্তাহের শেষের ছুটির দিনগুলোয় আনন্দে কাটানোর পর রাতগুলো বিষাদে পরিপূর্ণ হয়ে উঠে কোন কারন ছাড়াই । প্রচণ্ড ক্লান্তিও এই বিষাদ থেকে উদ্ধার করতে পারে না আমাকে । এই যেমন এই মুহূর্তেও আমার মন ভাল নেই । শাহেদ কে বলার পর মহা এক ফিলসফি শুনতে হল আমাকে ।

" বুঝলে মেয়ে, মন খারাপের বহিঃপ্রকাশ মেয়েরা যত সহজে প্রকাশ করতে পারে ছেলেদের জন্য তা ততটাই কঠিন । আমার মনেহয় মন খারাপের অনুভূতি প্রকাশ না করে বরং মন খারাপের দিকে মনোযোগ না দেয়াই ভালো । এতে হৃদয়ে অভিমান সৃষ্টি হয় । অভিমান আর মন খারাপ যখন মিলিত হয় তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে মন ভালো হয়ে যায় । " --- তুমি এত বাজে কথা বল কেন শাহেদ ??? --- আচ্ছা আর বলব না ।

তার চেয়ে বরং তোমাকে একটা গান শোনাই । শাহেদের গানের গলা যেমন ভীষণ চমৎকার তেমনি গানের সিলেকশন জঘন্য রকমের ভয়ঙ্কর ! থার্ড গ্রেডের বাংলা গানগুলি আমাকে শোনাবে । বিশেষ করে রিক্সায় বসে জোরে জোরে কি সব অদ্ভুত বাংলা গান গায় । "ধাক্কা মেরে ফেলে দিলাম কিন্তু" এই টাইপের থ্রেড দিয়ে চুপ করাতে হয় । কিন্তু সেটা মাত্র পাঁচ মিনিটের জন্য ।

একটু পরেই আবারো বিচিত্র গানের সমাহার চলতে থাকে । আমার যতটা মেজাজ খারাপ হয় আশেপাশের মানুষের ততটাই মনোরঞ্জন হয় বৈকি ! অবশ্য মাঝে মাঝে শুনতে খারাপ লাগে না । তবে এই মুহূর্তে গান শোনার ইচ্ছে না থাকলেও সেটা জানাতে ইচ্ছে করল না । নিজে থেকেই গান ধরল । অতীতের ছবি আঁকা হয়ে গেলে চারিদিকে এই চোখ দুটি মেলে !! পলাতক আমি কোথা যেন যাই আঁধারের রিদন শুনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে !!! শুনছিলাম ।

ভালো লাগছিলো রেষটুকু !! মন আরও খারাপ হয়ে গেলো । ফোন রেখে দিলাম। ঘুম আসছিলো না। বসেছিলাম একা । মধ্য রাতের পরে শাহেদের কল ।

অবাক হই নি । শাহেদটাই এমন । মধ্যরাতে আমাকে গভীর ঘুম থেকে তুলে বলবে "চল, তোমাকে একটা গান শোনাই" । আমার মত ঘুমকুমারীর ঘুম নষ্ট করে গান শোনানোর জন্য কম শাস্তি পায় নি ছেলেটা । --- কি ব্যাপার ?? ঘুমাও নাই ? -- আরে স্বপ্ন দেখে উঠলাম ।

---(আমিতো অবাক ) । দুইঘণ্টার মধ্যে স্বপ্নও দেখে ফেলেছ ?? --- কি স্বপ্ন দেখলাম বলবো ? ---কি দরকার ! স্বপ্ন বলতে নেই । --ধুর ! তুমি একটা কঠিন মাইয়া । যাক, ঘুমাও । --শাহেদ শোন, কাল অফিসের পর আমরা হাতিরঝিলের ফুটপাতের আইল্যান্ডে বসে তোমার জন্মদিন উদযাপন করবো ।

কাল সন্ধ্যা পূর্ণিমা, জানো তো ?? --- হায়হায় ! তোমার মনে আছে ?? ওকে বস ! তুমি মাইয়া একটা জিনিয়াস । সব মনে থাকে তোমার । শুভ রাত্রি শাহেদ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।