আমাদের কথা খুঁজে নিন

   

প্রেতপুরীর প্রেয়সী

জমিদার রায় বাহাদুর প্রতাপাদিত্য ও তার বাইজি মনিরা বাই প্রায় ২০০ বছর ধরে ভূত হয়ে বসবাস করে আসছে একটি অতি প্রাচীন জমিদার বাড়িতে।

নাচ গান ও আনন্দ ফূর্তি করে তাদের দিন ভালোই যাচ্ছে। হঠাৎ এক বিকেলে ওই জমিদার বাড়িতে একটি শুটিং ইউনিট আসে বিজ্ঞাপন নির্মাণ করতে। জমিদার বাড়িটি মূখরিত হয়ে ওঠে লোক সমাগমে। যথারীতি শুটিং শুরু হয়ে যায়।

আর ওই দিকে ভূত হয়ে থাকা জমিদার আর বাইজি খুব বিরক্ত হয় এত আলো আর এত লোক সমাগম তাদের ভালো লাগে না। তারা ক্ষেপে যায়। এই শুটিং ইউনিটের বিজ্ঞাপনের মডেল জুয়ারদার ও আরেক সুন্দরী মডেল রুবাবা। এমনি একটি গল্পনিয়ে নির্মিত হলো ঈদের নাটক 'প্রতপুরীর প্রেয়সী'। অনিমেষ আইচের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিরয় করেছেন-আহম্মেদ রুবেল, ভাবনা, রাশেদ মামুন অপু, আশুতোষ সুজন, বিজলী

সামিয়া প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন আরিয়ান চৌধুরী।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.