আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৩

১. সমাজ ও রাষ্ট্রের প্রতি নাগরিক হিসেবে আমাদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর : সমাজের সদস্য হিসেবে, নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং অধিকার ভোগ করি। অধিকারের সঙ্গে কর্তব্যের রয়েছে নিবিড় সম্পর্ক। সে জন্য সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। যেমন :

আইন মেনে চলা : দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন আইনকানুন আছে।

এসব আইনকানুন মেনে চলা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। কোনোভাবেই এসব আইন অমান্য করব না যাতে অমান্য করলে শাস্তি পেতে হয়।

রাষ্ট্রের প্রতি অনুগত থাকা : নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা অন্যতম প্রধান কর্তব্য। নাগরিক হিসেবে রাষ্ট্রের শাসন মেনে চলা এবং দেশের স্বার্থকে সবকিছুর ঊধের্্ব স্থান দেওয়া একজন নাগরিকের কর্তব্য।

নিয়মিত কর প্রদান করা : রাষ্ট্রের সব কার্যক্রম পরিচালনার জন্য অনেক অর্থ প্রয়োজন।

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এ অর্থ প্রয়োজন হয়। তাই নাগরিকদের নিয়মিত কর প্রদান করা উচিত। কারণ তাদের দেওয়া কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার এসব কাজ করে। তাই নিয়মিত কর প্রদান করা নাগরিকের কর্তব্য।

ভোটদান : ভোট প্রদান করা নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধিকার ও কর্তব্য।

কারণ ভোটদানের মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য সৎ ও যোগ্য ব্যক্তি নির্ধারণ করা হয়। তাই দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া উচিত।

রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করা : রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হলো সরকারের এসব কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা। এ জন্য আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

শিক্ষা লাভ : দেশের উন্নতির জন্য শিক্ষিত নাগরিক অত্যন্ত প্রয়োজন। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব। তাই শিক্ষাও অন্যতম প্রধান অধিকার।

২. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?

উত্তর : নানা কারণে এবং অসাবধনতাবশত রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে।

তাই সাবধানে পথ চলতে হবে এবং সাবধানতার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মানতে হবে। যেমন- ফুটপাত দিয়ে হাঁটতে হবে। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। বিভিন্ন জায়গায় যে ওভারব্রিজ আছে তা ব্যবহার করে রাস্তা পার হতে হবে। রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার অভ্যাস করতে হবে এবং নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.