আমাদের কথা খুঁজে নিন

   

মেয়াদোত্তীর্ণ ওষুধ, রাজধানীর ২৮ ফার্মেসি সিলগালা

মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার ওষুধ। জরিমানা করা হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা। শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিটফোর্ড ও বাবুবাজারের নয়টি মার্কেটে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-১০ এর মেজর আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে মোট ১০৩ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ৮০টি মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, মিটফোর্ড ও বাবু বাজারে প্রায় ৪০টি মার্কেট রয়েছে। মাত্র ৯টি মার্কেটে অভিযান চালানো হয়েছে। কোন মার্কেট এড়িয়ে গিয়ে অভিযান চালানো হয়নি।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।