আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়।

জানা যায়, দ্বিতীয় দিনের মতো আজ রবিবার বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকার গঠিত আলাদা দুটি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রবিবার পরীক্ষা ও ক্লাস বর্জন করে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।

এসব তারা তেজগাঁও সাতরাস্তা এলাকায় অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ কাঁদানে গ্যাস, ফাঁকা গুলি ছোড়ে। এর আগে শনিবারও দাবি আদায়ে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.