আমাদের কথা খুঁজে নিন

   

গুগল দর্পণে নিজেকে খোঁজা!

হাজারো তালাশের পাশাপাশি অধিকাংশ মানুষ ইন্টারনেটে নিজেকেও খোঁজেন। নিজের নাম লিখে গুগল সার্চে বসিয়ে নিজেকে নিয়ে সার্চ দিলে গুগলে কী তথ্য দেখায় তা পরীক্ষা করে দেখেন।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালের এক জরিপে দেখা গেছে ইন্টারনেটে নিজেকে খুঁজে ফেরেন ৫৬ শতাংশ ব্যক্তি। এক যুগ আগে অর্থাত্ ২০০১ সালে এই হার ছিল মাত্র ২২ শতাংশ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।

ইন্টারনেটের সার্চ বক্সে নিজের নাম লিখে সার্চ দিয়ে তথ্য পরীক্ষা করার বিষয়টিকে আগের দিনে বলা হত ‘ভ্যানিটি সার্চ’। তবে পরবর্তীতে নিজের ডিজিটাল কার্যক্রম অনলাইনে পরীক্ষা করার জন্য এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে অনলাইনে নিজের তথ্য যাচাই-বাছাই করে দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ এখন কারও বিষয়ে তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য নেওয়া হয়।

এখন নিজের সম্পর্কে তথ্য পেতে বা কারও সম্পর্কে কোনো কিছু জানতে গুগলের সাহায্য নেওয়ার প্রবণতা বেড়ে গেছে বহুগুণে।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.