আমাদের কথা খুঁজে নিন

   

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ৩ অক্টোবর

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এছাড়া আরও ৪৫ জনকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। ৩ অক্টোবর লালুপ্রসাদের সাজা ঘোষণা হবে।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা লালুপ্রাসদের। এদিন আদালত চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

৯৫০ কোটি টাকার এই পশুখাদ্য কেলেঙ্কারি মামলা চলছে দীর্ঘদিন ধরে।
১৯৯৬ সালে চাইবাসা ট্রেজারি থেকে গবাদি পশুর খাবার কেনার নামে তুলে নেওয়া হয় ৩৭ কোটি সত্তর লক্ষ টাকা। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও আরও এক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পাটনা হাইকোর্ট এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
 
২০০১ সালে রাঁচির সিবিআই আদালতে মামলা স্থানান্তরিত হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেন লালুপ্রসাদ যাদব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।