আমাদের কথা খুঁজে নিন

   

আলু-টমেটো এক গাছে!

একই গাছে আলু ও টমেটো ফলানোর চেষ্টা করা হলো। গাছের লতায় ধরবে টমেটো, শেকড়ে আলু। প্রচেষ্টা সফলতার মুখ দেখলো। নাম দেয়া হয়েছে টমটেটো। এক গাছে আলু-টমেটোর এই জোড়কে বলা হচ্ছে, 'ভেজ প্লট, ইন অ্যা পট।

' ইতোমধ্যে এর বাণিজ্যিক উৎপাদনে জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে ব্রিটেন।

রয়েল হরটিকালচার সোসাইটির পক্ষ থেকে গাই বারটার বলেছেন, আমরা আগ্রহ নিয়ে এর ফলাফলের দিকে তাকিয়ে ছিলাম।

বারটার জানান, স্রেফ গ্রাফটিং-এর মাধ্যমে এই জোড়-ফসল ফলানো সম্ভব হয়েছে। বিবিসি'র গার্ডেনার্স ওয়ার্ল্ড-এর এই কন্ট্রিবিউটর আরও জানান, অনেক আগেই তারা গাছটির ব্যাপারে সফল হয়েছিলেন। তবে টমেটো, আলু কোনটারই স্বাদ ভালো ছিল না।

এখন আর সেই সমস্যা নেই।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।