আমাদের কথা খুঁজে নিন

   

বারান্দাতে অস্থিরতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

বারান্দাতে অস্থিরতা _____________ উড়ে আস শুভ্র ফুলের ঝরা পাপড়ি প্রাচীন পাতার দেহ ছুঁয়ে কালাপাহাড়ের আদিম মাটির গন্ধমিশ্রিত রাঙ্গিছড়ার সর্পিল পথে বহুদূর পথ আমার বারান্দাতে অস্থিরতা চোখ মেলেছে সবুজ দানা, মোহনিয়া কোমল আগুন উড়ে আস চায়ের কুরি রাবার বাগান পাহাড় ঢালের শুকনো ছড়ার পাথর কাঁকড় অস্থিরতা উষ্কে দিয়ে সবুজ ফুঁড়ে বেরোয় আগুন, সুবাস সমেত ভালোবাসাময়।। ________________ _______ বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।