আমাদের কথা খুঁজে নিন

   

আইফোনের জন্য জেইলব্রেক ছাড়াই গেমস

আইফোনের জন্য ওএস ৭ রিলিজ হতে না হতেই 7.0.2 রিলিজ হয়েছে, এটাতে আগের ভার্সনের লক প্রবলেম সলভ করা হয়েছে ।
নানা রকম ফিচার নিয়ে এই নতুন ওএস, বিশেষ করে ক্যামেরার জন্য, অন্য সব মোবাইলে ব্রাস্ট মোডে ছবি তুললে তাঁর কোয়ালিটি খারাপ হয়ে যায় তবে আইফোনে ব্রাস্ট আর নরমাল ছবি একই সাথে তোলা যায় তাই কোয়ালিটি আগের মতই থাকে ।।

আইফোন এমন ধরনের একটি মোবাইল যা নিজেকে কারো সাথে শেয়ার করেনা, এবং অন্যের শেয়ার করা ফাইল রিসিভ করেনা, এতে আপনার সুবিধা, আপনার মোবাইলে কখনোই ভাইরাস আক্রমন হবেনা । সবারই হাই ডেফিনেশন গেমস খেলার শখ আছে । কিন্তু বেশির ভাগ গেমস পেইড হওয়াতে সবার কপালে জোটেনা , আমরা বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ইউস করি খুব কম জনে ।
পেইড গেমস অনেক দোকানে পাওয়া যায় কিন্তু তাঁর জন্যে আপনার আইফোন,আইপ্যাড জেইলব্রেক করা লাগবে ।
আমি আপনাদের জেইলব্রেক ছাড়াই গেমস খেলার জন্য একটি ঠিকানা দিব যেখানথেকে এসব গেমস পাবেন
https://www.facebook.com/groups/apple.nishan/
এখানে সব ধরনের পেইড গেমস পাবেন জেইলব্রেক ছাড়া খেলার জন্যে
আর এখানে পাবেন এন্ড্রয়েড গেমস -- https://www.facebook.com/groups/android.nishan/

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।