আমাদের কথা খুঁজে নিন

   

আইফোনের নিরাপত্তায়

আইফোন চুরি ঠেকাতে আইওএস ৭ অপারেটিং সিস্টেমে অ্যাকটিভেশন লক ফিচারে নতুন একটি নিরাপত্তা স্তর বসিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। তবে এই নতুন নিরাপত্তা ফিচারটিরও ত্রুটি বের করে ফেলেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সম্প্রতি মিগুয়েল আলভারদো নামের এক প্রযুক্তি গবেষক দাবি করেছেন, অ্যাপলের অ্যাকটিভেশন লক সিস্টেমের একটি বাগ বা সফটওয়্যার ত্রুটি রয়েছে যার সাহায্যে সহজেই নিরাপত্তা ফিচারটিকে পাশ কাটিয়ে যাওয়া যায়।
আইওএস ৭ ইনস্টল করার পর যদি ব্যবহারকারী তার ‘ফাইন্ড মাই ফোন’ অপশনটি বন্ধ করে দেন বা ডিভাইসটি রিসেট করেন তখন পুনরায় এটি চালু করতে অ্যাপলের আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন পড়ে। কিন্তু আইওএসের একটি বাগের কারণে দুর্বৃত্তরা এই প্রক্রিয়াটিকে সহজেই পাশ কাটিয়ে যেতে পারে।


সম্প্রতি আইওএসের বাগটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মিগুয়েল। তাঁর এই ভিডিও পোস্টে তিনি দেখিয়েছেন যে, দুর্বৃত্তরা চাইলে চুরি করা আইফোনের আইক্লাউড সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে এবং ফাইন্ড মাই আইফোন অকেজো করে দিতে পারে। পাসওয়ার্ড চাওয়া হলে তখন আইফোন বন্ধ করে দিতে পারে এবং রিস্টার্ট দিয়ে আইটিউনস অ্যাকাউন্টের মাধ্যমে ফোনটিতে আবার নতুন পাসওয়ার্ড সেট করতে পারে।
অ্যাপল শিগগিরই এই বাগ সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে বলে আশা করছেন মিগুয়েল। তবে অ্যাপলের নতুন প্যাচ আপডেট না হওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা হিসেবে পাসকোড ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা।

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।