আমাদের কথা খুঁজে নিন

   

মিলান-আয়াক্স নাটকীয় ড্র

'এইচ' গ্রুপে সাবেক দুই পরাশক্তির এই ম্যাচের ভাগ্যে ড্রই লেখা ছিল, শেষ পর্যন্ত হলোও তাই। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তের দুই গোলে শিহরিত হলো দর্শকরা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিফেন্ডার স্টেফানো ডেনসভিলের হেডে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিক আয়াক্স। কিন্তু অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিজেরই আদায় করা পেনাল্টি থেকে সমতা ফেরান মিলানের মেজাজি স্ট্রাইকার মারিও বালেতোল্লি।
আমস্টারডাম অ্যারেনায় পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা।

কলবিন সিজপরসনের জোরালো শট কোনোমতে পা দিয়ে ঠেকান মিলান গোলরক্ষক ক্রিস্তিয়ান আবিয়াতি।
১৭ মিনিটে ডেনিশ স্ট্রাইকার ভিক্টর ফিশারের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আবার হতাশায় পুড়তে হয় আগের ম্যাচে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারা আয়াক্সকে। ৩৬ মিনিটে বিপজ্জনক আরেকটি আক্রমণ ঠেকিয়ে আবার অতিথিদের ত্রাতা ৩৬ বছর বয়সী গোলরক্ষক আবিয়াতি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্র্যাঙ্ক ডি বোরের শিষ্যদের চমকে দিয়েছিল মিলান। স্ট্রাইকার রিকার্ডে মন্টেলিভোর জোরালো শট ঠিকিয়ে সে যাত্রা দলকে রক্ষা করেন গোলরক্ষক ইয়াসপার সিলেসসেন।


৫৬ মিনিটে উল্টো গোল খেতে বসেছিল আগের ম্যাচে সেল্টিককে ২-০ গোলে হারানো মিলান। আবিয়াতির দক্ষতায় আবারো বেঁচে যায় মাস্সিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।
৭ মিনিট পর রবিনিয়োর পাস থেকে বালেতোল্লির জোরালো শট সিলেসসেনের হাত স্পর্শ করে বারে লাগলে অতিথিদের সুবর্ণ সুযোগটি নষ্ট হয়।
৮৯ মিনিটে মিলানের জালে বল পাঠালেও ডেনিশ মিডফিল্ডার ল্যাসে শুন গোল করার আগে বল থামাতে হাত ব্যবহার করায় সেই গোলটি বাতিল হয়ে যায়।
শুনের কর্নার থেকে পরের মিনিটেই হেড থেকে গোল করে দর্শকদের উল্লাসে মাতান ডেনসভিল।


কিন্তু নাটক তখনও শেষ হয়নি। খেলার অতিরিক্ত সময়ে মাইক ভ্যান ডার হর্ন বালেতোল্লিকে ফাউল করলে পেনাল্টি পায় মিলান। আগের ম্যাচে নাপোলির বিপক্ষে জীবনে প্রথমবারের মতো পেনাল্টি মিস করা মেজাজি স্ট্রাইকার এবার আর কোনো ভুল করেননি। সফল পেনাল্টি থেকে দলকে মহামূল্যবান একটি পয়েন্ট এনে দেন তিনি।
দুই খেলায় চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইতালিয়ান পরাশক্তি এসি মিলান।

সমান খেলায় ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ডসের আয়াক্স।
টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিযে শীর্ষে রয়েছে বার্সেলোনা। মঙ্গলবার 'এইচ' গ্রুপের অন্য খেলায় সেস ফেব্রেগাসের একমাত্র গোলে সেল্টিককে হারিয়ে গত মৌসুমে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।