আমাদের কথা খুঁজে নিন

   

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অর্ধশত শিশু হাসপাতালে

মেহেরপুরের গাংনী উপজেলায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে কড়ইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে ওই স্কুলে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে শারিদা খাতুন (১১), ঝরনা খাতুন (১০), আঙ্গুরা খাতুন (৯), রোকেয়া খাতুন (১০), কাকলি (১১),  আঙ্গুরা (১০), হালিমা খাতুন (১০), রিক্তা (৯), রাজু (৮), সামিনা খাতুন (৯), সুমাইয়া খাতুন (৯), নুরজাহান খাতুন (৮), শরীফা (১১), আশিক হোসেন (৭), রজনি খাতুন (৬), জুই ((৬), আইনা খাতুন (১০), চাঁদনী খাতুন (৯), আমেনা খাতুন (৭), খাদিজা খাতুন মেমী (১০) ও  বিউটি খাতুনের (১১) নাম জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যকর্মী আব্দুল হান্নান ও সাজেদুর রহমান বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। ১০/১৫ মিনিট পরেই শিক্ষার্থীদের মাথাব্যথা ও বমি শুরু হয়। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।