আমাদের কথা খুঁজে নিন

   

কোপেনহেগেনের বিপক্ষে বেল নেই রিয়ালে

গত শনিবার স্প্যানিশ লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় এমনিতেই ভীষণ চাপের মধ্যে রিয়াল। তার সঙ্গে যোগ হয়েছে কোপেনহেগেনের বিপক্ষে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে না পাওয়ার হতাশা ও দুশ্চিন্তা। তবে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির কথা, খেলা হবে তাদের অতি প্রিয় সান্তিয়াগো বার্নাবেউ-এ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে তুরস্কের গালাতাসারাইকে ৬-১ গোলে হারিয়ে দেয়ায় রিয়ালের আত্মবিশ্বাসেরও অভাব নেই। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ইতালির সবচেয়ে সফল দল জুভেন্টাস আতিথ্য জানাবে গালাতাসারাইকে।

প্রথম ম্যাচে কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। নক আউট পর্বের পথ প্রশস্ত করার জন্য ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয়টা ভীষণ জরুরি। বুধবারের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের মাঠে। দুই দলই জয় দিয়ে শুরু করেছে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। ম্যান ইউ ৪-২ গোলে জার্মানির বেয়ার লেভারকুসেনকে আর শাখতার ২-০ গোলে স্পেনের রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে।

শক্তি-ঐতিহ্যে ম্যান ইউর সঙ্গে শাখতারের কোনো তুলনাই হতে পারে না। তবে ম্যান ইউর জন্য দুশ্চিন্তার কথা, স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর নতুন কোচ ডেভিড ময়েসের অধীনে তাদের কাছে জয় হয়ে উঠেছে ‘সোনার হরিণ’। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম ছয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে তারা, হেরেছে তিনটি, অন্যটি ড্র। ৭ পয়েন্ট নিয়ে ইপিএলের সফলতম দল এখন দ্বাদশ স্থানে। এই দুঃখ কিছুটা হলেও মুছে যেতে পারে শাখতারের মাঠে জয় পেলে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।