আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

অধ্যায়-১৩ : বাংলাদেশ ও বহির্বিশ্ব

 

১. বহির্বিশ্ব কী?

উত্তর : নিজ দেশের বাইরে অবস্থিত দেশকে বলা হয় বহির্বিশ্ব।

২. বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রয়োজন কেন?

উত্তর : বিভিন্ন দেশের মধ্যে সামাজিক সম্প্রীতি রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বের জনগণকে ক্ষুধা, দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রয়োজন।

৩. সার্ক কোন ধরনের সংস্থা?

উত্তর : সার্ক একটি আঞ্চলিক সংস্থা।

৪. জাতিসংঘ কোন ধরনের সংস্থা?

উত্তর : জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা।

৫. কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।

৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে?

উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

৭. জাতিসংঘের সদর দফতর কোথায়?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।

৮. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করেছে?

উত্তর : ১৯৮৬ সালে বাংলাদেশ জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করেছে।

৯. জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি কী কী?

উত্তর : জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি। যথা_ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন।

১০. কোন কোন দেশে বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে?

উত্তর : বাংলাদেশের সেনাবাহিনী বসনিয়া, কুয়েত, কঙ্গো, সিয়েরালিয়ন প্রভৃতি দেশে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্বে সুনাম কুড়িয়েছে।

১১. জাতিসংঘের অছি পরিষদের কাজ কী?

উত্তর : পৃথিবীর অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া এবং দেশগুলো যেন নিজেরাই নিজেদের শাসন করতে পারে সে জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য এ পরিষদ কাজ করে।

১২. ইউএনডিপির (UNDP) মূল কাজ কী?

উত্তর : মূল কাজ হলো বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং এ লক্ষ্যে জাতিসংঘ যে কাজ করে তার সমন্বয়করণ।

১৩. ইউনেস্কোর সদর দফতর কোথায়?

উত্তর : ইউনেস্কোর সদর দফতর ফ্রান্সের রাজধানী প্যারিসে।

১৪. ইউনেস্কো কি কাজ করে?

উত্তর : শিশুসহ সকলের উন্নয়নের জন্য জাতিসংঘের এ প্রতিষ্ঠানটি কাজ করে।

১৫. কত তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?

উত্তর : একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস এবং বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

১৬. ইউনিসেফের সহায়তায় কি কি কাজ হয়?

উত্তর : ইউনিসেফের সহায়তায় অনেক শিশু কল্যাণমূলক কাজ পরিচালিত হয়। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করা, শিশুদের পুষ্টিহীনতা দূর করা এবং শিশুর শিক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজ ইউনিসেফের সহায়তায় হয়।

১৭. জাতিসংঘ সচিবালয়ের কাজ কী?

উত্তর : জাতিসংঘ মহাসচিব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতিসংঘ সচিবালয় পরিচালিত হয়।

১৮. বাংলাদেশের কোন কোন নির্মাণ কাজে ইউনেস্কো সহযোগিতা করেছে?

উত্তর : বাংলাদেশের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুরসহ প্রত্নতাত্তি্বক নিদর্শন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করেছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.