আমাদের কথা খুঁজে নিন

   

ইতালিতে নৌকাডুবি, নিহত ৮২

নৌকাটিতে প্রায় পাঁচশ’ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এদের সবাই ইতালিতে আশ্রয় পেতে নৌকায় করে সেদেশে যাচ্ছিল।
নৌকাটি লেমপেডুসার কাছে পৌঁছার পর এটিতে আগুন ধরে যায়। এরপরই পানিতে ডুবে যায় নৌকাটি।
বৃহস্পতিবার এ নৌকাডুবির সময় অনেকেই পানিতে ঝাঁপ দেয়।

ফলে এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ।
উদ্ধার তৎপরতা চলছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
লেমপেডুসার মেয়র গিউসি নিকোলিনি জানান, এ পর্যন্ত ৮২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের বেশির ভাগই সোমালিয় এবং ইরিত্রিয়ান।
এক উপকূলরক্ষী জানিয়েছেন, নৌকাটিতে ৪ শ’ থেকে ৫শ’ মানুষ ছিল।

এ পর্যন্ত ১৫০ জনকে বাঁচানো গেছে।
এর আগে এ সপ্তাহের শুরুতে ইতালির সিসিলি উপকূলে যাওয়ার চেষ্টার সময় ১৩ অভিবাসী ডুবে মারা যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.